কানাডার সংসদে মুহূর্মুহু গুলি
- প্রকাশের সময় : ১১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০১৪
- / ৯২৩ বার পঠিত
কানাডার অটোয়ায় পার্লামেন্টের ভেতরে এবং বাইরে ২২ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে কয়েকবার গুলির ঘটনা ঘটেছে। এ সময় কানাডার প্রধান ওয়ার মেমোরিয়ালে পাহারারত রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর দৌঁড়ে পার্লামেন্টে ভবনের কেন্দ্রীয় ব্লকে ঢুকে পড়ে এক বন্দুকধারী। গোলাগুলির ঘটনায় এক সেনা গুরুতর আহত হয়। এই আতংকজনক ঘটনার পর সংসদ ভবনের পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হচ্ছে। হামলাকারী একাধিক হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীকে হত্যা করা হয়েছে বলেও দুইজন পার্লামেন্ট সদস্য টনি ক্লিমেন্ট এবং বার্ণার্ড ট্রটিয়ার কানাডার গণমাধ্যমকে জানিয়েছে। কিন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার নিরাপদে আছেন বলে তাঁর দফতরের যোগাযোগ বিষয়ক পরিচালক নিশ্চিত করেছেন। তবে তিনি পার্লামেন্ট হিল ত্যাগ করেছেন। ঘটনার পর পার্শ্ববর্তী অটোয়া ইউনিভার্সিটির মূল ফটকে তালা দেয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় পুলিশ ভবন এবং মার্কিন দূতাবাসও বন্ধ করা হয়েছে।
চলতি সপ্তাহে চোরাগোপ্তা হামলায় এক কানাডীয় সেনা নিহত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই হামলার এ ঘটনা ঘটল। গত ২১ অক্টোবর মঙ্গলবারও কুইবেকে দুই সেনাকে গাড়ি দিয়ে আঘাত করে ধর্মান্তরিত এক মুসলিম। পরে হামলাকারীকে গুলি চালিয়ে হত্যা করে পুলিশ। গাড়ির ধাক্কায় একজন নিহত ও আরেকজন আহত হয়।
অটোয়ায় পার্লামেন্টে ইসলামি চরমপন্থী দল আইএস এবং আল কায়েদা এই হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিলো। (দৈনিক ইত্তেফাক)