নিউইয়র্ক ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পুলিশের গুলিতে ১২ বছরের কিশোর নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪
  • / ৯৩০ বার পঠিত

ক্লিভল্যান্ড (ওহাইও): যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম তামির ই রিক (১২)। ঘটনায় আরো একজনকে গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত ২২ নভেম্বর শনিবার বিকেলে ক্লিভল্যান্ডের কাডেল রেক্রিয়েশন সেন্টারের কাছে ওই কিশোরের হাতে থাকা খেলনা বন্দুককে আসল বন্দুক ভেবে পুলিশ তার উপর গুলি চালায়। ফলে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে স্থানীয় মেট্্েরা হসপিটালে ভর্তি করা হয় এবং পরদিন রোববার সকালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
635524032975460361-AP-Cleveland-Police-Shoot-Boyস্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাডেল রেক্রিয়েশন সেন্টারের কাছে কয়েজন কিশোরকে জটলা করতে দেখতে পায় পুলিশ। পরে পুলিশ সেখানে গিয়ে এক কিশোরকে একটি বিবি গান তার কোমরে গুঁজে রাখতে দেখে। গানটি ছিল একটি খেলা বন্দুক। কিন্তু পুলিশ তা নিশ্চিত হবার আগেই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায়। মাত্র ১০ ফুট দূরত্ব থেকে তাকে গুলি করা হয়।
ক্লিভল্যান্ড পুলিশের ডিপুটি চিফ ও ফিল্ড অপারেশন অফিসার এড টমবা’র ভাষায় ‘ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক’। তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন মাসের মতো সময় লাগবে এবং এরপর চুড়ান্ত রিপোর্ট (চার্জ/ওয়ারেন্ট) দেয়া হবে। তিনি আরো বলেন, আমাদের কিশোরদের সচেতন করে তুলতে হবে।
এদিকে নিউইয়র্কের স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে সিটি পুলিশ প্রশাসন বিশেষ কর্মশালার আয়োজন কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মশালায় শিক্ষার্থী বিশেষ করে পুলিশের সাথে কিশোরদের কেমন আচরণ করতে হবে, পুলিশ দেখলে কি করতে হবে, হাত পকেটে রাখা যাবে না প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। যাতে কোন অঘটন না ঘটে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পুলিশের গুলিতে ১২ বছরের কিশোর নিহত

প্রকাশের সময় : ১১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪

ক্লিভল্যান্ড (ওহাইও): যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম তামির ই রিক (১২)। ঘটনায় আরো একজনকে গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত ২২ নভেম্বর শনিবার বিকেলে ক্লিভল্যান্ডের কাডেল রেক্রিয়েশন সেন্টারের কাছে ওই কিশোরের হাতে থাকা খেলনা বন্দুককে আসল বন্দুক ভেবে পুলিশ তার উপর গুলি চালায়। ফলে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে স্থানীয় মেট্্েরা হসপিটালে ভর্তি করা হয় এবং পরদিন রোববার সকালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
635524032975460361-AP-Cleveland-Police-Shoot-Boyস্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাডেল রেক্রিয়েশন সেন্টারের কাছে কয়েজন কিশোরকে জটলা করতে দেখতে পায় পুলিশ। পরে পুলিশ সেখানে গিয়ে এক কিশোরকে একটি বিবি গান তার কোমরে গুঁজে রাখতে দেখে। গানটি ছিল একটি খেলা বন্দুক। কিন্তু পুলিশ তা নিশ্চিত হবার আগেই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায়। মাত্র ১০ ফুট দূরত্ব থেকে তাকে গুলি করা হয়।
ক্লিভল্যান্ড পুলিশের ডিপুটি চিফ ও ফিল্ড অপারেশন অফিসার এড টমবা’র ভাষায় ‘ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক’। তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন মাসের মতো সময় লাগবে এবং এরপর চুড়ান্ত রিপোর্ট (চার্জ/ওয়ারেন্ট) দেয়া হবে। তিনি আরো বলেন, আমাদের কিশোরদের সচেতন করে তুলতে হবে।
এদিকে নিউইয়র্কের স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে সিটি পুলিশ প্রশাসন বিশেষ কর্মশালার আয়োজন কর্মসূচী গ্রহণ করেছে। এসব কর্মশালায় শিক্ষার্থী বিশেষ করে পুলিশের সাথে কিশোরদের কেমন আচরণ করতে হবে, পুলিশ দেখলে কি করতে হবে, হাত পকেটে রাখা যাবে না প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। যাতে কোন অঘটন না ঘটে।