নিউইয়র্ক ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইইউ ছাড়লে ক্ষমতা হারাবে ব্রিটেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬
  • / ৬১৫ বার পঠিত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের হয়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ইইউ ছাড়লে উন্নতি আর ক্ষমতা- দুটিই হারাবে ব্রিটেন। ওবামা বলেন, ইইউ সদস্যপদ বিশ্বে ব্রিটেনের প্রভাব কমায়নি বরং এটি আরও তুলে ধরেছে। তিনি আরও বলেন, ইইউ ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে দেশটি শেষের কাতারে চলে যাবে। বরং ইউনিয়নে থেকেই একটি শক্তিশালী ইউরোপকে নেতৃত্ব দেয়াই ব্রিটেনের জন্য ভালো। কারণ এর ফলে তারা বিশ্বে বড় ভূমিকা রাখতে পারবে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইইউবিরোধী ব্রিটিশরা। ইউকেআইপি’র নেতা নিজেল ফারেজ বলেন, ‘ওবামা ব্রিটেনকে নীচু করছেন।’ টোরি নেতা লিয়াম ফক্স বলেন, ‘ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রশ্নে ওবামা যে দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন তা অপ্রাসঙ্গিক।’ ওবামাকে মেয়াদহীন প্রেসিডেন্ট বলে বিদ্রুপ করেছেন টোরি এমপি ডোমিনিক রাব। এর আগে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে একই আহ্বান জানিয়ে ওবামা জানান, তিনি ভোটকে প্রভাবিত করতে চান না, শুধু ব্রিটেনের একজন বন্ধু হিসেবেই এ পরামর্শ দিচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অবশ্য বলছেন, ইউনিয়নে ব্রিটেন থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত ব্রিটিশ জনগণের। তবে আমাদের বন্ধুরা কি বলছে, সেটাও আমাদের অবশ্যই শোনা উচিত। ইউরোপীয় ইউনিয়নে থাকা-না থাকা নিয়ে জুনে ওই গণভোট হওয়ার কথা রয়েছে। তিন দিনের একটি সফরে বৃহস্পতিবার যুক্তরাজ্যে যান বারাক ওবামা। শুক্রবার রাজপরিবারের সঙ্গে ডিনারে অংশ নেন ওবামা ও মিশেল। রাজপরিবারের প্রধান আকর্ষণ ছিল দুই বছরের ছোট্ট রাজকুমার জর্জ। তার সঙ্গে ওবামা ও মিশেল খুব আনন্দপূর্ণ সময় কাটিয়েছেন। জর্জকে কাছে পেয়ে খোশগল্পে মেতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে লন্ডনের টাউন হলে একটি অনুষ্ঠানে ওবামা ব্রিটিশ তরুণদের হতাশা ও সন্দেহবাদিতা প্রত্যাখ্যানের পরামর্শ দিয়েছেন। শনিবার তিনি ব্রিটেন থেকে জার্মানি সফরে গিয়েছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ইইউ ছাড়লে ক্ষমতা হারাবে ব্রিটেন

প্রকাশের সময় : ১০:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বের হয়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ইইউ ছাড়লে উন্নতি আর ক্ষমতা- দুটিই হারাবে ব্রিটেন। ওবামা বলেন, ইইউ সদস্যপদ বিশ্বে ব্রিটেনের প্রভাব কমায়নি বরং এটি আরও তুলে ধরেছে। তিনি আরও বলেন, ইইউ ত্যাগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে দেশটি শেষের কাতারে চলে যাবে। বরং ইউনিয়নে থেকেই একটি শক্তিশালী ইউরোপকে নেতৃত্ব দেয়াই ব্রিটেনের জন্য ভালো। কারণ এর ফলে তারা বিশ্বে বড় ভূমিকা রাখতে পারবে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইইউবিরোধী ব্রিটিশরা। ইউকেআইপি’র নেতা নিজেল ফারেজ বলেন, ‘ওবামা ব্রিটেনকে নীচু করছেন।’ টোরি নেতা লিয়াম ফক্স বলেন, ‘ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রশ্নে ওবামা যে দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন তা অপ্রাসঙ্গিক।’ ওবামাকে মেয়াদহীন প্রেসিডেন্ট বলে বিদ্রুপ করেছেন টোরি এমপি ডোমিনিক রাব। এর আগে টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে একই আহ্বান জানিয়ে ওবামা জানান, তিনি ভোটকে প্রভাবিত করতে চান না, শুধু ব্রিটেনের একজন বন্ধু হিসেবেই এ পরামর্শ দিচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অবশ্য বলছেন, ইউনিয়নে ব্রিটেন থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত ব্রিটিশ জনগণের। তবে আমাদের বন্ধুরা কি বলছে, সেটাও আমাদের অবশ্যই শোনা উচিত। ইউরোপীয় ইউনিয়নে থাকা-না থাকা নিয়ে জুনে ওই গণভোট হওয়ার কথা রয়েছে। তিন দিনের একটি সফরে বৃহস্পতিবার যুক্তরাজ্যে যান বারাক ওবামা। শুক্রবার রাজপরিবারের সঙ্গে ডিনারে অংশ নেন ওবামা ও মিশেল। রাজপরিবারের প্রধান আকর্ষণ ছিল দুই বছরের ছোট্ট রাজকুমার জর্জ। তার সঙ্গে ওবামা ও মিশেল খুব আনন্দপূর্ণ সময় কাটিয়েছেন। জর্জকে কাছে পেয়ে খোশগল্পে মেতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে লন্ডনের টাউন হলে একটি অনুষ্ঠানে ওবামা ব্রিটিশ তরুণদের হতাশা ও সন্দেহবাদিতা প্রত্যাখ্যানের পরামর্শ দিয়েছেন। শনিবার তিনি ব্রিটেন থেকে জার্মানি সফরে গিয়েছেন।