নিউইয়র্ক ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আফগান তালেবান প্রধান সম্ভবত নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬
  • / ৮৪৫ বার পঠিত

ঢাকা: আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর মার্কিন বিমান হামলায় সম্ভবত নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এমনটাই বলছেন। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মোল্লা মানসুরকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে ওই হামলায় তালেবানপ্রধান নিহত হয়েছেন কি না, তা তারা পর্যালোচনা করার কথা জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘আমরা এখনো হামলার ফলাফল পর্যালোচনা করছি। এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।’
নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, গত শনিবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে পাকিস্তানের আহমাদ ওয়াল শহরের কাছে মোল্লা মানসুর ও তাঁর এক যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এই হামলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন ছিল।
মার্কিন কর্মকর্তারা বলছেন, বিমান হামলার সময় মোল্লা মানসুর ও তাঁর সহযোদ্ধা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় গাড়িতে অবস্থান করছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, হামলার বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে অবহিত করা হয়েছে। তবে হামলার আগে নাকি পরে অবহিত করা হয়েছে, তা স্পষ্ট করেননি ওই মুখপাত্র।
মোল্লা মানসুরের নিহত হওয়া নিয়ে এর আগেও খবর বেরিয়েছিল। তখন তালেবানের পক্ষ থেকে ওই খবর নাকচ করা হয়।
তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর ২০১৩ সালে মারা যান। তাঁর মৃত্যুর খবর ২০১৫ সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। ২০১৫ সালের জুলাইয়ে তালেবানপ্রধান হিসেবে নিযুক্ত হন মোল্লা মানসুর। তাঁর নিয়োগ নিয়ে সংগঠনে অন্তর্দ্বন্দ্বের খবর বের হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আফগান তালেবান প্রধান সম্ভবত নিহত

প্রকাশের সময় : ১০:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬

ঢাকা: আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর মার্কিন বিমান হামলায় সম্ভবত নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এমনটাই বলছেন। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মোল্লা মানসুরকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে ওই হামলায় তালেবানপ্রধান নিহত হয়েছেন কি না, তা তারা পর্যালোচনা করার কথা জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘আমরা এখনো হামলার ফলাফল পর্যালোচনা করছি। এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।’
নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, গত শনিবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে পাকিস্তানের আহমাদ ওয়াল শহরের কাছে মোল্লা মানসুর ও তাঁর এক যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এই হামলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন ছিল।
মার্কিন কর্মকর্তারা বলছেন, বিমান হামলার সময় মোল্লা মানসুর ও তাঁর সহযোদ্ধা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় গাড়িতে অবস্থান করছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, হামলার বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে অবহিত করা হয়েছে। তবে হামলার আগে নাকি পরে অবহিত করা হয়েছে, তা স্পষ্ট করেননি ওই মুখপাত্র।
মোল্লা মানসুরের নিহত হওয়া নিয়ে এর আগেও খবর বেরিয়েছিল। তখন তালেবানের পক্ষ থেকে ওই খবর নাকচ করা হয়।
তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর ২০১৩ সালে মারা যান। তাঁর মৃত্যুর খবর ২০১৫ সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। ২০১৫ সালের জুলাইয়ে তালেবানপ্রধান হিসেবে নিযুক্ত হন মোল্লা মানসুর। তাঁর নিয়োগ নিয়ে সংগঠনে অন্তর্দ্বন্দ্বের খবর বের হয়।