বিজ্ঞাপন :
হোয়াইট হাউসে ওবামা-ট্রাম্প প্রথম বৈঠক

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬
- / ১৪৬০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বারাক ওবামার সঙ্গে দেখা করেছেন। প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ওভাল অফিসে তারা প্রথম মিলিত হন। উল্লেখ্য, ৮ নভেম্বর মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিবিসির খবরে বলা হয় রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প ২০ জানুয়ারী যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করছেন।
ট্রাম্প তার ব্যক্তিগত জেট বিমানে নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি ওভাল অফিসে যান। ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্পও রয়েছেন। মেলানিয়া ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে বৈঠক করেন।