বাইডেনের দল ভোট চুরি করতে পারে

- প্রকাশের সময় : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ৭৩ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল লড়াই চলছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। আসছে দুই দলের পাল্টাপাল্টি ভোট চুরির অভিযোগ। ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাটরা এবারের নির্বাচনে ভোট চুরি করতে পারে। এর আগে এমন দাবি তুলে ডেমোক্র্যাট দলের সাবেক প্রার্থী হিলারি ক্লিনটন বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভোট চুরি করে নির্বাচিত হওয়ার পরিকল্পনা করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থেকে ভোট দিতে যাওয়ার আহবান জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প তার দলের সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের প্রতিদ্ব›দ্বী ডেমোক্র্যাটরা ৩ নভেম্বরের নির্বাচনে ভোট চুরি করতে পারেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
স্থানীয় সময় সোমবার (২৪ আগষ্ট) নর্থ ক্যালিফোর্নিয়ার শার্লটে অনুষ্ঠিত রিপাবলিক পার্টির কনভেনশনের প্রথম দিনে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত করা হয়। এ সময় রিপাবলিকান সমর্থকরা কণ্ঠভোটে ট্রাম্পের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা ‘আরও চার বছর’, ‘আরও চার বছর’ ¯েøাগান দেন।
কনভেনশনে ট্রাম্প তার বক্তৃতায় অভিযোগ করেন, ডেমেক্র্যাটরা তার জয় চুরি করার ষড়যন্ত্র করছেন। সেটি কিছুতেই সফল হতে দেয়া হবে না।
এদিকে এক জরিপে দেখা যায়, ডেমেক্র্যাটিক প্রার্থী জো বাইডেন থেকে পিছিয়ে আছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনের আগে জরিপে হিলারি ক্লিনটন থেকে পিছিয়ে থাকাবস্থায়ও ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে কারচুপি হতে পারে। খবর বিবিসি’র।