ট্রাম্প-বাইডেনের আজ শেষ বাহাস

- প্রকাশের সময় : ১২:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ২০১ বার পঠিত
হেলাল উদ্দীন রানা, মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে: আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্ক। আর মাত্র কয়েক ঘণ্টা পরই মুখোমুখি হচ্ছেন প্রধান দুই প্রতিদ্ব›দ্বী রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টায় (প্রাইম টাইম) বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় টেনেসী অঙ্গরাজ্যের ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে এই বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেড় ঘণ্টার বিতর্কে কোভিড-১৯ মোকাবিলা, আমেরিকান পরিবার, বর্ণ বিদ্বেষ, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা ও নেতৃত্ব এই ৬টি বিষয় স্হান পেয়েছে। প্রত্যেক প্রার্থী নিজের বক্তব্য তুলে ধরার জন্য দুই মিনিট করে সময় পাবেন। এতে মডারেটর হিসেবে রয়েছেন এনবিসি টেলিভিশনের সাংবাদিক ক্রিস্টিন ওয়েকার।
উল্লেখ্য, প্রথম ডিবেটের অভিজ্ঞতা মাথায় রেখে সর্বশেষ ডিবেটকে বিশৃঙ্খলামুক্ত এবং আরো অধিক আকর্ষণীয় ও উপভোগ্য করতে বিতর্কে নতুন পরিবর্তন অনুমোদন করেছে প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন। এবার কথার মাঝখানে একে অন্যকে বাঁধা দিতে পারবেন না প্রতিপক্ষ। আর এমনটি করলে মাইক্রোফোন মিউট করে দেবার ক্ষমতা রাখেন অনুষ্ঠানের সঞ্চালক।
প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে মডারেটর ক্রিস্টিন ওয়েকারকে ডেমোক্রেট ঘেঁষা এবং ভয়ংকর বলে অভিযুক্ত করেছেন। দেশে এবং দেশের বাইরে কোটি কোটি দর্শক-শ্রোতা এই বিতর্ক উপভোগ করবেন বলে আয়োজকরা আশা করছেন। আজকের বিতর্কে দুই প্রার্থীই খুবই সজাগ ও সর্তক থাকবেন এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাইডেন থাকবেন অতি মাত্রায় সর্তক। চেষ্টা করবেন সকল
ত্রæটি বিচ্যুতি এড়িয়ে আমেরিকান জনগণের সামনে তাঁর বক্তব্য তুলে ধরতে এবং নিজের নিরীহ ইমেজ অক্ষুন্ন রাখতে। পক্ষান্তরে প্রেসিডেন্ট ট্রাম্প গত বিতর্ক থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা কাজে লাগাবেন এমনটা আশা করা যায়। বাহুল্য, বাঁচালতা এড়িয়ে বিষয় ভিত্তিক কথা বলবেন, বির্তকিত মন্তব্য পরিহার করবেন অবশ্য নিজেকে রক্ষা করেই। শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক ঘিরে বাড়ছে আগ্রহ উত্তেজনা। দেখা যাক কথার লড়াইয়ে কে জিতেন। কথার যাদুমন্ত্রে কে জয় করতে পারবেন আমেরিকার জনগণের মন।