নিউইয়র্ক ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কমলাকে সমর্থন দিয়ে ট্রাম্পকে যা বললেন শোয়ার্জনেগার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৩৫ বার পঠিত

হককথা ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই সমর্থন জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। এ বিষয়ে তিনি বলেন, তার কাছে দেশই সবার আগে, তারপর দল। সেই সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কর্মকাÐকে তিনি ‘অ-আমেরিকান’ হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে শোয়ার্জনেগার লিখেছেন, ‘আমি সবসময় একজন আমেরিকান হয়েই থাকব, তারপরে রিপাবলিকান। এ কারণেই এ সপ্তাহে আমি কমলা হ্যারিস এবং তার সহ-প্রার্থী টিম ওয়ালজকে ভোট দিচ্ছি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শোয়ার্জেনেগার। আগে থেকেই তিনি ট্রাম্পের একজন সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তার বক্তব্যে তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতির কঠোর সমালোচনা করেছেন। বিষয়টিকে তিনি ‘যতটা সম্ভব অ-আমেরিকান’ বলে অভিহিত করেছেন।
শোয়ার্জনেগার বলেন, আমি একজন বিশ্ব নাগরিক হিসেবে আমেরিকাকে এখনও আলোয় ঝলমলে একটি শহর হিসেবে দেখি। আমেরিকাকে ‘বিশ্বের ময়লা’ হিসেবে অভিহিত করাটা আমার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত এবং অসহনীয়। তিনি ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ সম্পর্কে বলেন, তিনি বিভক্ত করবেন, অপমান করবেন এবং আরও বেশি অ-আমেরিকান আচরণ করবেন এবং এর ফলে আমরা কেবল আরও ক্রোধের শিকার হব।
শোয়ার্জনেগার তার সিদ্ধান্ত নিয়ে বলেন, এ কারণেই আমি আমার ভোট সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি চাই দেশটি এগিয়ে যাক। সূত্র: আনাদোলু এজেন্সি

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কমলাকে সমর্থন দিয়ে ট্রাম্পকে যা বললেন শোয়ার্জনেগার

প্রকাশের সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

হককথা ডেস্ক: আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই সমর্থন জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। এ বিষয়ে তিনি বলেন, তার কাছে দেশই সবার আগে, তারপর দল। সেই সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কর্মকাÐকে তিনি ‘অ-আমেরিকান’ হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে শোয়ার্জনেগার লিখেছেন, ‘আমি সবসময় একজন আমেরিকান হয়েই থাকব, তারপরে রিপাবলিকান। এ কারণেই এ সপ্তাহে আমি কমলা হ্যারিস এবং তার সহ-প্রার্থী টিম ওয়ালজকে ভোট দিচ্ছি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শোয়ার্জেনেগার। আগে থেকেই তিনি ট্রাম্পের একজন সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তার বক্তব্যে তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল মানতে ট্রাম্পের অস্বীকৃতির কঠোর সমালোচনা করেছেন। বিষয়টিকে তিনি ‘যতটা সম্ভব অ-আমেরিকান’ বলে অভিহিত করেছেন।
শোয়ার্জনেগার বলেন, আমি একজন বিশ্ব নাগরিক হিসেবে আমেরিকাকে এখনও আলোয় ঝলমলে একটি শহর হিসেবে দেখি। আমেরিকাকে ‘বিশ্বের ময়লা’ হিসেবে অভিহিত করাটা আমার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত এবং অসহনীয়। তিনি ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ সম্পর্কে বলেন, তিনি বিভক্ত করবেন, অপমান করবেন এবং আরও বেশি অ-আমেরিকান আচরণ করবেন এবং এর ফলে আমরা কেবল আরও ক্রোধের শিকার হব।
শোয়ার্জনেগার তার সিদ্ধান্ত নিয়ে বলেন, এ কারণেই আমি আমার ভোট সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি চাই দেশটি এগিয়ে যাক। সূত্র: আনাদোলু এজেন্সি