এফবিআই প্রতিবেদনে হিলারি’র প্রচারণা ক্যাম্পে স্বস্তি
- প্রকাশের সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০১৬
- / ৯৩৮ বার পঠিত
আবদুল্লাহ জাহিদ: সহসা ডালাসে পাঁচ পুলিশ সদস্যর নিহত হবার ঘটনায় এ সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা একটু থমকে দাঁড়িয়েছে। উভয় প্রার্থী তাদের নির্ধারিত প্রচারণা বাতিল করেছেন এবং মিডিয়াতে তাদের বক্তব্য নিয়ে এগিয়ে এসেছেন। ট্রাম্প বলেছেন “এটা আমাদের দেশের উপর আঘাত” আর হিলারি বলেছেন আমাদের আরও “ভালবাসা এবং সহনশীল হওয়া প্রয়োজন।”
এই সপ্তাহের আরেকটি গুররুত্বপূর্ণ ঘটনা হলো এফবিআই কর্তৃক হিলারির ব্যক্তিগত সার্ভারে ইমেল ব্যবহারের তদন্ত শেষ করা। এফবিআই হিলারির এই ব্যক্তিগত সার্ভার ব্যবহারকে কোন ‘ক্রিমিনাল’ কাজ হয়েছে বলে উল্লেখ করেনি তবে তকে “কেয়ার-লেস” হিসাবে আখ্যায়িত করেছে। এই রিপোর্ট প্রকাশের সাথে সাথেই হিলারির প্রতিদ্বন্দ্বী ট্রাম্প স্বভাবসুলভ টুইটারে প্রতিক্রিয়ায় জানিয়ে এফবিআই’র প্রতিবেদনটি স্বচ্ছ হয়নি বলে দাবী করেছেন এবং কর্মকর্তাদের ভূতপূর্ব প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দ্বারা প্রভাবিত বলে উল্লেখ করেছেন। তবে এই প্রতিবেদনে হিলারি’র প্রচারণা ক্যাম্পে স্বস্তি নেমে এসেছে, কারণ এই দুর্বল ইস্যুতে হিলারিকে কুপোকাত করতে ট্রাম্প ইতোমধ্যেই অনেক প্রচেষ্টা চালিয়েছেন এবং সেই চেষ্টা যে অব্যাহত থাকবে তাতে কোন সন্দেহ নেই।
এই সপ্তাহেই প্রথমবারের মত হিলারির সমর্থনে বারাক ওবামা প্রচারে নেমেছেন এবং খুব শীঘ্রই বার্নি সেন্ডার্স হিলারি’কে এন্ডোর্স করবেন বলে আভাস দিয়েছেন। সর্বশেষ একাধিক জনমত জরীপের গড় ফলাফলে দেখা যায় হিলারির সমর্থন ৪৩% এবং ট্রাম্প এর সমর্থন ৩৭%।