হিলারি ক্লিনটনের রানিংমেট টিম কেইন
- প্রকাশের সময় : ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬
- / ৮৩০ বার পঠিত
নিউইয়র্ক: প্রেসিডেন্ট নির্বাচনে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে বেছে নিয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। ২২ জুলাই শুক্রবার দিনশেষে এক টুইটে তিনি এ ঘোষণা দেন। হিলারি টুইটে লিখেছেন, আমার রানিংমেট টিম কেইনের নাম ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত। তিনি এমন একজন মানুষ, যিনি অন্যের জন্য লড়াই করার জন্য নিজের জীবনকে একান্তভাবে নিয়োজিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়, টিম কেইনকে বেছে নেয়ার ক্ষেত্রে হিলারি ক্লিনটনের রাজনৈতিক বড় একটি কৌশল রয়েছে। ৫৮ বছর বছর বয়সী টিম কেইন অনর্গল স্প্যানিশ ভাষা বলতে পারেন। তার রাজ্যে রয়েছেন হিস্পানিক আমেরিকান বিপুল সংখ্যক ভোটার। এসব ভোটারের মন জয় করতে হলে তাদের কাছে তাদের মতো করে কথা বলতে হবে। সেক্ষেত্রে টিম কেইন সফল হবেন বলেই পর্যবেক্ষকরা মনে করছেন। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে এ রাজ্যটিকে ‘মেজর ব্যাটলগ্রাউন্ড’ বা নির্বাচনী লড়াইয়ের বড় যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য করা হচ্ছে। সেক্ষেত্রে ভার্জিনিয়ার ভোটারদের ভোট পাওয়ার জন্য টিম কেইনকে হিলারি বেছে নিয়ে ভালই করেছেন। কেইন মুক্ত বাণিজ্য চুক্তির একজন দৃঢ় সমর্থক। তিনি এর আগে মেয়র ছিলেন। তারপর গভর্নর। জীবনে কোন নির্বাচনে পরাজিত হন নি টিম কেইন।
হিলারি ক্লিনটনের সহযোগীরা বলছেন, তিনি এমন একজনকে রানিংমেট হিসেবে চাইছিলেন যিনি স্বাচ্ছন্দ্যে আগামী চার বছর বা আট বছর কাজ করতে পারেন, যিনি জানেন কিভাবে কাজ করতে হবে। এমন গুণ আছে ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনের রেকর্ডে। তবে তাকে বেছে নেয়ায় রিপাবলিকানদের জাতীয় কমিটি থেকে উষ্মা প্রকাশ করেছে। তবে আরিজোনার সিনেটর জেফ ফ্লেকের মতো কিছু রিপাবলিকান টিম কেইনকে চমৎকার একজন মানুষ বলে আখ্যায়িত করেছেন। এর আগে ২০০৮ সালে যখন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসেন তখনই টিম কেইনকে তার রানিংমেট বানানোর কথা ছিল। ওবামা তখন যে কয়েকজনকে নিয়ে একটি চূড়ান্ত তালিকা করেছিলেন তাতে ছিল টিম কেইনের নাম। কিন্তু এবার হিলারি ক্লিনটন রানিংমেট বাছাই করতে গিয়ে ম্যাচাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন, নিউ জার্সির আফ্রিকান বংশোদ্ভূত সিনেটর কোরি বুকার ও কৃষিমন্ত্রী টম ভিলস্যাকের সাক্ষাতকার নিয়েছিলেন। টিম কেইনসহ তাদেরকে নিয়ে তিনি সংক্ষিপ্ত একটি তালিকা করেছিলেন। শেষ পর্যন্ত ডেমোক্রেট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কেইনকে বেছে নেন হিলারী। অরল্যান্ডে ও ট্যাম্পা এলাকায় দিনব্যাপী প্রচারণা চালানোর পর এ ঘোষণা দেন হিলারী। শনিবার মিয়ামির ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কেইনকে রানিংমেট হিসেবে আনুষ্ঠঅনিকভাবে পরিচয় করিয়ে দেয়ার কথা হিলারির।
ওদিকে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার রানিংমেট হিসেবে ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সের নাম ঘোষণা করেছেন। সম্প্রতি শেষ হওয়া রিপাবলিকান কনভেশনে মাইক পেন্সকে আনুষ্ঠানিকভাবে তার রানিংমেট হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। উভয় শিবিরে এখন জোরেসোরে চলছে প্রচারণা। একে অন্যকে ঘায়েল করার কোন সুযোগ হাতছাড়া করছেন না দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিলারি ও ট্রাম্প। হিলারি তার রানিংমেটের ঘোষণা দেয়ার পরও তীর্যক মন্তব্য ছুড়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সিনেটর টিম কেইনকে ‘ইনসাইডার’ বা একই প্রশাসনের লোক বলে উল্লেখ করেছেন তিনি। এ বিষয়ে তিনি সমর্থকদের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন। তাতে ‘ওবামাকে’ (ওবামা প্রশাসনের ভিতরকার লোকদের) তৃতীয়বারের মতো ভোট না দিতে আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান দলের প্রধান রেইনস প্রিবাস টুইট করে বলেছেন, টিম কেইনকে হিলারি বেছে নিয়েছেন। ভাঙ্গন ধরা ডেমোক্রেটরা এতে ঐক্যবদ্ধ হবেন না। কারণ, হিলারী অসৎ। তিনি যোগ্য ব্যক্তিকে বেছে নেন নি।
টিম কেইনের সংক্ষিপ্ত পরিচিতি:
তার পুরো নাম টিমোথি মাইকেল কেইন। বয়স ৫৮। জন্ম ১৯৫৮ সালের ২৬ ফেব্রুয়ারী মিনেসোটা অঙ্গরাজ্যের সেইন্ট পলে। বেড়ে ওঠা মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটিতে। বর্তমানে তিনি ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর। পররাষ্ট্র সম্পর্ক, স্বসস্ত্র বাহিনী ও বাজেট এন্ড এজিং কমিটিতে দায়িত্ব পালন করছেন তিনি। দায়িত্বের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জানুয়ারীতে। এর আগে সফল একজন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড রয়েছে তার। ২০০৯-২০০১১ পর্যন্ত ডেমোক্রেটিং ন্যাশনাল কমিটির চেয়ারমেন ছিলেন। টিম কেইনের স্ত্রীর নাম অ্যান হোল্টন। তাদের তিন সন্তন রয়েছে- ন্যাট, উডি ও অ্যানেলা। (মানবজমিন)