নিউইয়র্ক ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মদ ছেড়ে মকটেইলের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের তরুণরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ২৪ বার পঠিত

শীর্ষ এক সার্জন জেনারেলের অ্যলকোহযুক্ত পানীয়র বোতলের গায়ে স্বাস্থ্য সতর্কতার লেবেল লাগানোর পরামর্শ আসার আগেই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে অ্যালকোহল-বিহীন পানীয়। যুক্তরাষ্ট্রে সদ্যই শীর্ষ এক সার্জন জেনারেল অ্যলকোহলিক পানীয়র বোতলের গায়ে ক্যান্সারের ঝুঁকির সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। অ্যালকোহলের বিপদ সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়াতেই এর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে মজার ব্যাপার হল, এই সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ আসার আগে থেকেই তরুণ আমেরিকানদের মধ্যে অ্যালকোহলিক পানীয় ছেড়ে অ্যালকোহল-বিহীন পানীয় কিংবা জুসের দিকে ঝুঁকার প্রবণতা দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। গত এক দশকে ১৮ থেকে ২৫ বছর বয়সী আমেরিকানদের মধ্যে অ্যলকোহল গ্রহণের হার কমে এসেছে। জনপ্রিয়তা বেড়েছে স্বাস্থ্যসম্মত পানীয় মকটেইলের; যেটি তৈরি হয় অ্যালকোহল ছাড়াই দুই বা ততোধিক স্বাদের জুস, ক্রিম, সিরাপ, ভেষজ ও মশলার মিশ্রণে। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি গত শুক্রবার অ্যালকোহল পানে ব্রেস্ট, কোলন ও লিভারসহ অন্তত সাত রকমের ক্যান্সারের ঝুঁকি বাড়ার তথ্য দিয়ে অ্যালকোহলযুক্ত পানীয়র বোতলের গায়ে সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্রে অ্যালকোহল গ্রহণের যে সীমা রয়েছে, সেটিও পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন বিবেক মূর্তি। কংগ্রেস তার এই পরামর্শকে আমলে নিয়ে কোনও উদ্যোগ গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট বোঝা না গেলেও সম্প্রতি পরিচালিত সমীক্ষার পরিসংখ্যান কলছে, যুক্তরাষ্ট্রের তরুণরা ইতোমধ্যেই অ্যালকোহল পান কমিয়েছে। ‘ইউএস সাবটেন্স অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনস্ট্রেশন’ এর ন্যাশনাল সার্ভের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে ১৮ থেকে ২৫ বছর বয়সী আমেরিকানদের ৪৯ দশমিক ৬ শতাংশ গতমাসে অ্যালকোহল গ্রহণ করেছে, এ হার ২০১৩ সালের ৫৯ দশমিক ৬ শতাংশর চেয়ে কম। ২৮ থেকে ৪৩ বছর বয়সীদের মধ্যেও স্বাস্থ্যসম্মত পানীয়র দিকে ঝোঁকার প্রবণতা দেখা যাচ্ছে।

ব্রুকলিনের ৩৫ বছর বয়সী এক অধিবাসী অ্যামি হাডসন জানান, তিনি সপ্তাহে কয়েকবার অ্যালকোহল পানের অভ্যাস কমিয়ে মাসে তিনবারে নিয়ে এসেছেন। ২০২১ সালে ক্রনিক মাইগ্রেনে ভোগা শুরু হওয়ার পর তিনি অভ্যাস বদলান। এদিক থেকে মকটেইল পানে তিনি উপকার পেয়েছেন জানিয়ে বলেন, এতে থাকা আনারস, চেরির রস এবং আদার মতো উপাদান তার মাইগ্রেন কমাতে সহায়ক হয়েছে। রয়টার্স।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মদ ছেড়ে মকটেইলের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের তরুণরা

প্রকাশের সময় : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

শীর্ষ এক সার্জন জেনারেলের অ্যলকোহযুক্ত পানীয়র বোতলের গায়ে স্বাস্থ্য সতর্কতার লেবেল লাগানোর পরামর্শ আসার আগেই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে অ্যালকোহল-বিহীন পানীয়। যুক্তরাষ্ট্রে সদ্যই শীর্ষ এক সার্জন জেনারেল অ্যলকোহলিক পানীয়র বোতলের গায়ে ক্যান্সারের ঝুঁকির সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। অ্যালকোহলের বিপদ সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়াতেই এর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে মজার ব্যাপার হল, এই সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ আসার আগে থেকেই তরুণ আমেরিকানদের মধ্যে অ্যালকোহলিক পানীয় ছেড়ে অ্যালকোহল-বিহীন পানীয় কিংবা জুসের দিকে ঝুঁকার প্রবণতা দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। গত এক দশকে ১৮ থেকে ২৫ বছর বয়সী আমেরিকানদের মধ্যে অ্যলকোহল গ্রহণের হার কমে এসেছে। জনপ্রিয়তা বেড়েছে স্বাস্থ্যসম্মত পানীয় মকটেইলের; যেটি তৈরি হয় অ্যালকোহল ছাড়াই দুই বা ততোধিক স্বাদের জুস, ক্রিম, সিরাপ, ভেষজ ও মশলার মিশ্রণে। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি গত শুক্রবার অ্যালকোহল পানে ব্রেস্ট, কোলন ও লিভারসহ অন্তত সাত রকমের ক্যান্সারের ঝুঁকি বাড়ার তথ্য দিয়ে অ্যালকোহলযুক্ত পানীয়র বোতলের গায়ে সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্রে অ্যালকোহল গ্রহণের যে সীমা রয়েছে, সেটিও পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন বিবেক মূর্তি। কংগ্রেস তার এই পরামর্শকে আমলে নিয়ে কোনও উদ্যোগ গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট বোঝা না গেলেও সম্প্রতি পরিচালিত সমীক্ষার পরিসংখ্যান কলছে, যুক্তরাষ্ট্রের তরুণরা ইতোমধ্যেই অ্যালকোহল পান কমিয়েছে। ‘ইউএস সাবটেন্স অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনস্ট্রেশন’ এর ন্যাশনাল সার্ভের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে ১৮ থেকে ২৫ বছর বয়সী আমেরিকানদের ৪৯ দশমিক ৬ শতাংশ গতমাসে অ্যালকোহল গ্রহণ করেছে, এ হার ২০১৩ সালের ৫৯ দশমিক ৬ শতাংশর চেয়ে কম। ২৮ থেকে ৪৩ বছর বয়সীদের মধ্যেও স্বাস্থ্যসম্মত পানীয়র দিকে ঝোঁকার প্রবণতা দেখা যাচ্ছে।

ব্রুকলিনের ৩৫ বছর বয়সী এক অধিবাসী অ্যামি হাডসন জানান, তিনি সপ্তাহে কয়েকবার অ্যালকোহল পানের অভ্যাস কমিয়ে মাসে তিনবারে নিয়ে এসেছেন। ২০২১ সালে ক্রনিক মাইগ্রেনে ভোগা শুরু হওয়ার পর তিনি অভ্যাস বদলান। এদিক থেকে মকটেইল পানে তিনি উপকার পেয়েছেন জানিয়ে বলেন, এতে থাকা আনারস, চেরির রস এবং আদার মতো উপাদান তার মাইগ্রেন কমাতে সহায়ক হয়েছে। রয়টার্স।