টরন্টোতে লেখকদের জমজমাট আড্ডা
- প্রকাশের সময় : ০৫:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ৭৬ বার পঠিত
টরন্টোতে শনিবার (৮ জুন) লেখকদের জমজমাট আড্ডার আসর বসে। এতে টরন্টোর স্থানীয় অভিবাসী কবি, কথাশিল্পী, আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী উপস্থিত ছিলেন।
বিশিষ্ট কবি ও গবেষক ড. শিহাব শাহরিয়ারের আগমন এবং প্রত্যাবর্তন উপলক্ষে এই আসরের আয়োজন করা হয়। ড. শিহাব শাহরিয়ার নিউ ইয়র্ক এবং টরন্টো বাংলা বইমেলাসহ আরো কয়েকটি সেমিনারে অংশ নেন। আজ তিনি নিউ ইয়র্ক ফিরে বাংলাদেশ-শ্রীলংকা টিমের খেলা দেখে ১৩ তারিখে দেশে ফিরবেন।
সন্ধ্যা সাতটা থেকে মধ্য রাত অবধি এই সাহিত্য আড্ডা চলে। হঠাৎ আড্ডায় লেখকদের মাঝে অতিথি হয়ে উপস্থিত হন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। তিনি বলেন, মনে হচ্ছে একটা মিনি বাংলাদেশে এলাম। লেখকদের চমৎকার সমাবেশ দেখে আমি অভিভূত। বিদেশে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা দেখে আমি মুগ্ধ।
টরন্টোস্থ বাংলা টাউনে এই আড্ডায় কবিতা পাঠ করেন শিহাব শাহরিয়ার, মাসুদ খান, শাহানা আকতার মহুয়া, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, বাদল ঘোষ, আহমদ হোসেন, মৌ মধুবন্তী, দেলওয়ার এলাহী, জান্নাতুল নাইম, জাকির হোসেন প্রমুখ।
সঙ্গীত পরিবেশন করেন আসিফ চৌধুরী, মম কাজী, নুসরাত জাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী সুলতানা হায়দার, অরুণা হায়দার, কবি জাহানারা আখতার, কথাশিল্পী সালমা বাণী, জসীম মল্লিক, সাংবাদিক মাহবুব ওসমানী, মনিস রফিক, ড হাবীবুল্লাহ টরি, সাদী আহমেদ, শাপলা শালুক এবং আরো অনেকেই। সূত্র: ইত্তেফাক।