দাভোসে যা নিয়ে কথা বললেন জেলেনস্কি-ব্লিঙ্কেন

- প্রকাশের সময় : ০৩:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৭৬ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (বামে) ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ডানে)। ছবি : এপি
হককথা ডেস্ক : প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে আলোচনা করেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে জেলেনস্কি বলেছেন, আলোচনায় বিমান প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষমতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এসময় ব্লিঙ্কেন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, ২০২৪ সালের পরিকল্পনা এবং সেগুলো পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করেনে জেলেনস্কি।
স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে এবং বিদেশী অংশীদারদের উপর কম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে অভ্যন্তরীণ সামরিক উৎপাদন বাড়াতে প্রচেষ্টা বাড়াচ্ছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি…বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতা এবং সহ-উৎপাদনে ইউক্রেন স্বনির্ভরতা বাড়াবে এবং বৈদেশিক সামরিক ও আর্থিক সহায়তার উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে।’
ব্লিঙ্কেন ছাড়াও দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঋণদাতা জেপিমরগান-এর নির্বাহী এবং অন্যান্য প্রধান আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেছেন জেলেনস্কি। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি নিজেই।
ওই টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের পুনর্গঠনে ব্যক্তিগত পুঁজিকে আকৃষ্ট করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, জেপিমরগান ইউক্রেনের অর্থনীতিতে বিপুল সংখ্যক বৈশ্বিক বিনিয়োগকারী এবং কর্পোরেশনকে আকৃষ্ট করতে সাহায্য করবে।’
জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, তার সঙ্গে বৈঠকে জেপিমরগান চেজ (জেপিএম.এন) সিইও জেমি ডিমন, জেপিমরগানের অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভ এবং ব্ল্যাকরক, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস, কার্লাইল গ্রুপ, ব্ল্যাকস্টোন, ডেল এবং আর্সেলর মিত্তাল-এর শীর্ষ ব্যবস্থাপনারা অংশ নিয়েছিলেন।
দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রায় ১০০ জন সিনিয়র এক্সিকিউটিভ বৈঠকে যোগ দিয়েছিলেন। এসময় প্রায় দুই বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি এবং অবকাঠামো পুনর্গঠন এবং আধুনিকীকরণে দেশটিকে সহায়তা করার জন্য আরও বেসরকারী বিনিয়োগ আনার প্রয়োজনীয়তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন তারা।
ইউক্রেনের অর্থনীতি গত বছর প্রত্যাশার চেয়ে ভাল অবস্থানে রয়েছে। ২০২২ সালে দেশটির গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) ২৮ দশমিক ৮ শতাংশ পতনের পর ২০২৩ সালে প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়। চলতি বছর ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি আশা করছে ইউক্রেনীয় সরকার।
বৈঠকের সময় বেসরকারী এবং সরকারী পুঁজি উভয়ের সংমিশ্রণে আর্থিক উপকরণগুলোর বিকাশ ও বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতি মন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো বলেছেন, রাশিয়ার আক্রমণ সত্ত্বেও সরকার বিনিয়োগের পরিবেশ উন্নত করতে এবং ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের সরকার ব্যবসার জন্য যুদ্ধ বীমা সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে এবং দেশটি তার বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে চায়।
হককথা/নাছরিন