হাইতিতে বিদেশি নিরাপত্তা বাহিনীর জন্য তহবিল বাড়াবে যুক্তরাষ্ট্র
- প্রকাশের সময় : ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / ৩৮ বার পঠিত
হাইতিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীকে আরও ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ মার্চ) জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোমবার কিংস্টনে ক্যারিবিয়ান নেতাদের সাথে আলোচনার পর, এক বক্তব্যে ব্লিঙ্কেন বলেন, সংকটজনক মুহূর্তের মুখোমুখি হাইতি। তবে তিনি দ্রুতই এর সমাধান আশা করেছেন। হাইতির রাজনৈতিক উত্তরণের পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
ব্লিঙ্কেনের ঘোষণার পর নিরাপত্তা বাহিনীতে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো ৩০০ মিলিয়ন ডলার। আর মানবিক সহায়তা জন্য তাদের বরাদ্দ ৩৩ মিলিয়ন পূর্বের অভ্যন্তরীণ আইনি জটিলতাগুলো কাটিয়ে উঠার পর, হাইতিতে কেনিয়ার নেতৃত্বে জাতিসংঘ-সমর্থিত বাহিনী মোতায়েনের আশা করা হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর দুইটি কারাগারে হামলা চালায় গ্যাং দল। সে সময় হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার ফিরে আসায় বাধা দিতে বিমানবন্দরে হামলা চালায় গ্যাংরা। ফলে তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে গ্যাং দলগুলো।
প্রেসিডেন্ট মইসি হত্যার পর থেকেই ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।
হককথা/নাছরিন