নিউইয়র্ক ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রুশপন্থী মনোভাবের আশঙ্কা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৯ বার পঠিত

সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান তুলসি গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ৫২-৪৮ ভোটে সিনেটে তিনি মনোনীত হন। সেখানে মাত্র একজন রিপাবলিকান, কেনটাকির মিচ ম্যাককনেল তার নিয়োগের বিপক্ষে ভোট দেন। খবর দ্য গার্ডিয়ান।

ওভাল অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পুনরায় একত্রিত করার প্রতিশ্রুতি দেন তুলসি গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অনুরণনও শোনা যায় তার কণ্ঠে। অনুষ্ঠানে উপস্থিত ট্রাম্প, গ্যাবার্ডকে ‘অসাধারণ সাহসী এবং দেশপ্রেমিক আমেরিকান’ বলে অভিহিত করেন।

বিদেশী স্বৈরশাসকদের প্রতি সহানুভূতি এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য জনসাধারণের মধ্যে তুলসিকে নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আগে রাশিয়ার প্রতি কয়েকটি সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন। তাছাড়া, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকা অবস্থায় তিনি সিরিয়ার প্রাক্তন নেতা বাশার আল-আসাদের সঙ্গেও দেখা করেছিলেন। গত মাসে এক শুনানিতে এসব বিষয়ে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের প্রশ্নের সম্মুখীন হন ৪৩ বছর বয়সী গ্যাবার্ড। শুনানিতে বাশার আল-আসাদের সরকারের প্রতিরক্ষা সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়।

শুনানির সময় হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনকে ‘বিশ্বাসঘাতক’ বলতেও অস্বীকৃতি জানান গ্যাবার্ড। আগের করা ‘রাশিয়া, ইউক্রেন আক্রমণে প্ররোচিত হয়েছিল’ মন্তব্যও এ সময় আংশিকভাবে প্রত্যাহার করেন তিনি। সে সঙ্গে, গ্যাবার্ড জোর দিয়ে বলেন, আসাদের প্রতি তার কোনো ‘ভালোবাসা’ নেই। রুশপন্থী মনোভাবের ব্যাপারে কিছুটা সন্দেহ এবং বলার মতো গোয়েন্দা অভিজ্ঞতার অভাব থাকা সত্ত্বেও রিপাবলিকানদের সমর্থন পেয়েছেন ৪৩ বছর বয়সী এই প্রাক্তন ডেমোক্র্যাট। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকোভস্কি সোমবার বলেন, পূর্বে নেয়া কিছু অবস্থান সম্পর্কে উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি বিশ্বাস করেন, গ্যাবার্ড তার নতুন ভূমিকায় স্বাধীন চিন্তাভাবনা এবং প্রয়োজনীয় নজরদারি নিয়ে আসবেন। তুলসি গ্যাবার্ড একজন প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী এবং ইরাকের ব্যাপারে তার সামরিক অভিজ্ঞতাও রয়েছে। তিনি এখন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নেতৃত্ব দেবেন, তাদের সম্পর্কেই আগে কঠোর সমালোচনা করেছিলেন।

জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি ১৮টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন— যার মধ্যে সিআইএ এবং এফবিআই রয়েছে। দেশের সবচেয়ে সংবেদনশীল গোপনীয় নথি সংগ্রহ এবং সুরক্ষায় নিযুক্ত ৭০ হাজারেরও বেশি কর্মী রয়েছে এ দুই সংস্থায়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রুশপন্থী মনোভাবের আশঙ্কা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড

প্রকাশের সময় : ০৫:২৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান তুলসি গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ৫২-৪৮ ভোটে সিনেটে তিনি মনোনীত হন। সেখানে মাত্র একজন রিপাবলিকান, কেনটাকির মিচ ম্যাককনেল তার নিয়োগের বিপক্ষে ভোট দেন। খবর দ্য গার্ডিয়ান।

ওভাল অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পুনরায় একত্রিত করার প্রতিশ্রুতি দেন তুলসি গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অনুরণনও শোনা যায় তার কণ্ঠে। অনুষ্ঠানে উপস্থিত ট্রাম্প, গ্যাবার্ডকে ‘অসাধারণ সাহসী এবং দেশপ্রেমিক আমেরিকান’ বলে অভিহিত করেন।

বিদেশী স্বৈরশাসকদের প্রতি সহানুভূতি এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য জনসাধারণের মধ্যে তুলসিকে নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আগে রাশিয়ার প্রতি কয়েকটি সহানুভূতিশীল মন্তব্য করেছিলেন। তাছাড়া, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থাকা অবস্থায় তিনি সিরিয়ার প্রাক্তন নেতা বাশার আল-আসাদের সঙ্গেও দেখা করেছিলেন। গত মাসে এক শুনানিতে এসব বিষয়ে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের প্রশ্নের সম্মুখীন হন ৪৩ বছর বয়সী গ্যাবার্ড। শুনানিতে বাশার আল-আসাদের সরকারের প্রতিরক্ষা সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়।

শুনানির সময় হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনকে ‘বিশ্বাসঘাতক’ বলতেও অস্বীকৃতি জানান গ্যাবার্ড। আগের করা ‘রাশিয়া, ইউক্রেন আক্রমণে প্ররোচিত হয়েছিল’ মন্তব্যও এ সময় আংশিকভাবে প্রত্যাহার করেন তিনি। সে সঙ্গে, গ্যাবার্ড জোর দিয়ে বলেন, আসাদের প্রতি তার কোনো ‘ভালোবাসা’ নেই। রুশপন্থী মনোভাবের ব্যাপারে কিছুটা সন্দেহ এবং বলার মতো গোয়েন্দা অভিজ্ঞতার অভাব থাকা সত্ত্বেও রিপাবলিকানদের সমর্থন পেয়েছেন ৪৩ বছর বয়সী এই প্রাক্তন ডেমোক্র্যাট। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকোভস্কি সোমবার বলেন, পূর্বে নেয়া কিছু অবস্থান সম্পর্কে উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি বিশ্বাস করেন, গ্যাবার্ড তার নতুন ভূমিকায় স্বাধীন চিন্তাভাবনা এবং প্রয়োজনীয় নজরদারি নিয়ে আসবেন। তুলসি গ্যাবার্ড একজন প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী এবং ইরাকের ব্যাপারে তার সামরিক অভিজ্ঞতাও রয়েছে। তিনি এখন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নেতৃত্ব দেবেন, তাদের সম্পর্কেই আগে কঠোর সমালোচনা করেছিলেন।

জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি ১৮টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন— যার মধ্যে সিআইএ এবং এফবিআই রয়েছে। দেশের সবচেয়ে সংবেদনশীল গোপনীয় নথি সংগ্রহ এবং সুরক্ষায় নিযুক্ত ৭০ হাজারেরও বেশি কর্মী রয়েছে এ দুই সংস্থায়।