নিউইয়র্ক ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / ৫৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের পোষা বিড়াল নিয়ে ‘উইলো দ্য হোয়াইট হাউজ ক্যাট’ নামের একটি শিশুতোষ গল্পের বই প্রকাশ করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস আগে এই বই প্রকাশ করবেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে এই বই প্রকাশ করা হবে। ২০২২ সালে পেনসিলভানিয়ার একটি খামার থেকে হোয়াইট হাউজে একটি বিড়াল এনে ছিলেন জিল বাইডেন। তার নাম উইলো। সেই ছোট লোমের বিড়ালটিকে উপজীব্য করে গল্প লিখেছেন তিনি।

প্রকাশকরা জানিয়েছেন, লেখক অ্যালিসা সাটিন ক্যাপুসিলির সঙ্গে বইটি লিখেছেন ৭২ বছর বয়সী জিল বাইডেন। আর বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী কেট বেরুবে। বাইডেনের কুকুর সিক্রেট সার্ভিস সদস্যদের কামড় দিয়ে অনেকবার শিরোনাম হয়েছে। তবে জিল বাইডেনের বিড়াল গল্প হয়ে আসছে।

প্রকাশক সাইমন ও শুস্টারের মাধ্যমে এক বিবৃতিতে জিল বাইডেন বলেছেন, উইলো নতুন বাড়িতে এসে সবার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। বিড়ালটি নিজের মতো করে বন্ধু বানিয়েছে। হোয়াইট হাউজে পোষা প্রাণীর মধ্যে সর্বশেষ সংযোজন উইলো। এর আগে সেখানে বাইডেনের দুটি কুকুর ছিল। কামড়ানোর দায়ে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দেওয়ার পরে বাইডেনের কমান্ডার নামের কুকুরটি সরিয়ে নেওয়া হয়। তারপর একই জাতের আরেকটি কুকুর মেজরকে একই ঘটনার দায়ে সরানো হয়েছিল। বাইডেনের প্রিয় কুকুর চ্যাম্প ২০২১ সালে ১৩ বছর বয়সে মারা যায়। জিল বাইডেনের মতো বিড়ালটিও পেনসিলভানিয়া থেকে এসেছে। ফার্স্টলেডির নিজ শহর উইলো গ্রোভের নামে এই বিড়ালের নামকরণ করা হয়েছে।

হোয়াইট হাউজে প্রেসিডেন্টের পোষা প্রাণীর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের মধ্যে অনেককে নিয়ে সাহিত্যও লেখা হয়েছে। যদিও এই বিড়ালটিকে নিয়ে গল্প লেখা একটি বিরল ঘটনা। সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন ও বারবারা বুশ দুজনেই তাদের পোষা প্রাণী সম্পর্কে বই লিখেছেন। ১৮৩০-এর দশকে অ্যান্ড্রু জ্যাকসনের পরে পোষা প্রাণী না রাখার পর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি

প্রকাশের সময় : ০৩:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের পোষা বিড়াল নিয়ে ‘উইলো দ্য হোয়াইট হাউজ ক্যাট’ নামের একটি শিশুতোষ গল্পের বই প্রকাশ করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস আগে এই বই প্রকাশ করবেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে এই বই প্রকাশ করা হবে। ২০২২ সালে পেনসিলভানিয়ার একটি খামার থেকে হোয়াইট হাউজে একটি বিড়াল এনে ছিলেন জিল বাইডেন। তার নাম উইলো। সেই ছোট লোমের বিড়ালটিকে উপজীব্য করে গল্প লিখেছেন তিনি।

প্রকাশকরা জানিয়েছেন, লেখক অ্যালিসা সাটিন ক্যাপুসিলির সঙ্গে বইটি লিখেছেন ৭২ বছর বয়সী জিল বাইডেন। আর বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী কেট বেরুবে। বাইডেনের কুকুর সিক্রেট সার্ভিস সদস্যদের কামড় দিয়ে অনেকবার শিরোনাম হয়েছে। তবে জিল বাইডেনের বিড়াল গল্প হয়ে আসছে।

প্রকাশক সাইমন ও শুস্টারের মাধ্যমে এক বিবৃতিতে জিল বাইডেন বলেছেন, উইলো নতুন বাড়িতে এসে সবার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। বিড়ালটি নিজের মতো করে বন্ধু বানিয়েছে। হোয়াইট হাউজে পোষা প্রাণীর মধ্যে সর্বশেষ সংযোজন উইলো। এর আগে সেখানে বাইডেনের দুটি কুকুর ছিল। কামড়ানোর দায়ে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।

বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দেওয়ার পরে বাইডেনের কমান্ডার নামের কুকুরটি সরিয়ে নেওয়া হয়। তারপর একই জাতের আরেকটি কুকুর মেজরকে একই ঘটনার দায়ে সরানো হয়েছিল। বাইডেনের প্রিয় কুকুর চ্যাম্প ২০২১ সালে ১৩ বছর বয়সে মারা যায়। জিল বাইডেনের মতো বিড়ালটিও পেনসিলভানিয়া থেকে এসেছে। ফার্স্টলেডির নিজ শহর উইলো গ্রোভের নামে এই বিড়ালের নামকরণ করা হয়েছে।

হোয়াইট হাউজে প্রেসিডেন্টের পোষা প্রাণীর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের মধ্যে অনেককে নিয়ে সাহিত্যও লেখা হয়েছে। যদিও এই বিড়ালটিকে নিয়ে গল্প লেখা একটি বিরল ঘটনা। সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন ও বারবারা বুশ দুজনেই তাদের পোষা প্রাণী সম্পর্কে বই লিখেছেন। ১৮৩০-এর দশকে অ্যান্ড্রু জ্যাকসনের পরে পোষা প্রাণী না রাখার পর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

হককথা/নাছরিন