নিউইয়র্ক ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৯২ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম সাগর তীরবর্তী এক এলাকায় একটি যুক্তরাষ্ট্রর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা অধিদপ্তর। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ৮ তম ফাইটার উইংয়ের একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের ওপর জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানান যুদ্ধবিমানের উইং কমান্ডার ক্লোনেল ম্যাথিউ সি গেট। তিনি বলেন, আমরা কোরিয়ার উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, তাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের পাইলটকে দ্রুত উদ্ধার করতে পেরেছি।

এখনও পর্যন্ত এ দুর্ঘটনার কারণ জানায়নি কর্তৃপক্ষ। তবে দক্ষিণ কোরিয়ার এ অঞ্চলে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। গত বছরের  মাসে সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিমেধ্বস্ত হয়। সূত্র : বণিক বার্তা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত

প্রকাশের সময় : ০৪:০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

দক্ষিণ কোরিয়ার পশ্চিম সাগর তীরবর্তী এক এলাকায় একটি যুক্তরাষ্ট্রর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা অধিদপ্তর। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ৮ তম ফাইটার উইংয়ের একটি এফ-১৬ যুদ্ধবিমান পশ্চিম সাগরের ওপর জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগমনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসেন এবং পরে তাকে উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানান যুদ্ধবিমানের উইং কমান্ডার ক্লোনেল ম্যাথিউ সি গেট। তিনি বলেন, আমরা কোরিয়ার উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, তাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের পাইলটকে দ্রুত উদ্ধার করতে পেরেছি।

এখনও পর্যন্ত এ দুর্ঘটনার কারণ জানায়নি কর্তৃপক্ষ। তবে দক্ষিণ কোরিয়ার এ অঞ্চলে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। গত বছরের  মাসে সিউলের দক্ষিণাঞ্চলে কৃষি এলাকায় একটি এফ-১৬ যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিমেধ্বস্ত হয়। সূত্র : বণিক বার্তা।