লোহিত সাগরে জাহাজে হামলায় ইরান জড়িত, দাবি যুক্তরাষ্ট্রের
- প্রকাশের সময় : ০৬:১৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১২৯ বার পঠিত
হককথা ডেস্ক : লোহিত সাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এসব বাণিজ্যিক জাহাজকে টার্গেট পরিণত করতে হুথিদের তেহরান গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি ওয়াশিংটনের। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউসের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হামাসের সমর্থনে বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে গোষ্ঠীটি। ফলে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে। অনেকে আবার চুক্তি বাতিল করে দিচ্ছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, আমরা জানি, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত। এই অঞ্চলে হুতিদের অস্থিতিশীল কর্মকাণ্ডে ইরানের দীর্ঘমেয়াদি সহায়তা ও মদদ দেওয়ার সঙ্গে বিষয়টির মিল রয়েছে।
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলাকে আন্তর্জাতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন বলেও জানিয়েছেন ওয়াটসন।
গত মঙ্গলবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক নৌজোট গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন। এই জোটে যোগ দিতে ২০টির বেশি দেশ সম্মতি দিয়েছে। যদিও প্রথম দিকে ১০টি দেশের যোগ দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
তবে লোহিত সাগরে হুথিদের হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইরান।
হককথা/নাছরিন