নিউইয়র্ক ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হুথিদের হামলায় সামরিক ড্রোন ধ্বংস, স্বীকার করল যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১২২ বার পঠিত

ছবি : সংগৃহীত

হককথা ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ধ্বংস হয়েছে। উপকূলে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়। হুথিদের হামলায় যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

বুধবার এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সোমবার ইয়েমেনের কাছে হুথিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে।

পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ড্রোনটি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়। ড্রোনটি লক্ষ্য করে হুথিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছিল এবং এরপরই ড্রোনটি ভূপাতিত হয়।

সিএনএন জানিয়েছে, ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছিল। মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পাল্টা যৌথ হামলা শুরু হয়েছে।

লোহিত সাগরে হুথিদের ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করে বাণিজ্য পরিচালনা করছে যাতে বেড়েছে সরবরাহ ব্যয়।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হুথিদের হামলায় সামরিক ড্রোন ধ্বংস, স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ধ্বংস হয়েছে। উপকূলে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়। হুথিদের হামলায় যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

বুধবার এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সোমবার ইয়েমেনের কাছে হুথিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে।

পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ড্রোনটি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়। ড্রোনটি লক্ষ্য করে হুথিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছিল এবং এরপরই ড্রোনটি ভূপাতিত হয়।

সিএনএন জানিয়েছে, ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছিল। মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পাল্টা যৌথ হামলা শুরু হয়েছে।

লোহিত সাগরে হুথিদের ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করে বাণিজ্য পরিচালনা করছে যাতে বেড়েছে সরবরাহ ব্যয়।

হককথা/নাছরিন