নিউইয়র্ক ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ‘রসিকতা নয়’: মার্কো রুবিও

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১৩১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার প্রস্তাব কোনো ‘রসিকতা’ নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ বিষয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দ্য মেগিন কেলি শো-তে রুবিও বলেন, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য প্রয়োজনে সামরিক বলপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি। রুবিও বলেন, ‘এটা কোনো রসিকতা নয়। এটা শুধু দখলের জন্যই দখল নয়, এটি আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। এর সমাধান হওয়া দরকার।’

তবে কবে নাগাদ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে কোনো তথ্য জানাননি রুবিও। এ বিষয়ে বলেন, এটি প্রেসিডেন্টের বিষয়। কারণ তিনিই এই বিষয়টি তুলে ধরেছেন। আমরা কৌশলগতভাবে কোন পথে এগিয়ে যাব তা নিয়ে আলোচনা করার অবস্থায় এখনো আমরা নেই। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চলতি মেয়াদে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলেও উল্লেখ করেন রুবিও।

‘আর্কটিকে বরফ গলতে থাকায় অঞ্চলটি জাহাজ চলাচলের জন্য জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নেয়, তাহলে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারে।’ বলেন রুবিও। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদে বারবার বলেছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ দায়িত্ব তাদের জনগণের।

এদিকে ডেনিশ বার্লিংস্কে এবং গ্রিনল্যান্ডের সার্মিটসিয়াক দৈনিকে প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ৮৫ শতাংশ গ্রিনল্যান্ডবাসী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে যোগ দিতে চান না। বৃহস্পতিবার, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা জানান, ডেনমার্কের সার্বভৌমত্ব ইইউর জন্য একটি ‘অপরিহার্য ইস্যু।’ সূত্র: পলিটিকো

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ‘রসিকতা নয়’: মার্কো রুবিও

প্রকাশের সময় : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার প্রস্তাব কোনো ‘রসিকতা’ নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ বিষয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দ্য মেগিন কেলি শো-তে রুবিও বলেন, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য প্রয়োজনে সামরিক বলপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি। রুবিও বলেন, ‘এটা কোনো রসিকতা নয়। এটা শুধু দখলের জন্যই দখল নয়, এটি আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। এর সমাধান হওয়া দরকার।’

তবে কবে নাগাদ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে কোনো তথ্য জানাননি রুবিও। এ বিষয়ে বলেন, এটি প্রেসিডেন্টের বিষয়। কারণ তিনিই এই বিষয়টি তুলে ধরেছেন। আমরা কৌশলগতভাবে কোন পথে এগিয়ে যাব তা নিয়ে আলোচনা করার অবস্থায় এখনো আমরা নেই। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চলতি মেয়াদে আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলেও উল্লেখ করেন রুবিও।

‘আর্কটিকে বরফ গলতে থাকায় অঞ্চলটি জাহাজ চলাচলের জন্য জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নেয়, তাহলে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারে।’ বলেন রুবিও। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদে বারবার বলেছেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণ দায়িত্ব তাদের জনগণের।

এদিকে ডেনিশ বার্লিংস্কে এবং গ্রিনল্যান্ডের সার্মিটসিয়াক দৈনিকে প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ৮৫ শতাংশ গ্রিনল্যান্ডবাসী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রে যোগ দিতে চান না। বৃহস্পতিবার, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা জানান, ডেনমার্কের সার্বভৌমত্ব ইইউর জন্য একটি ‘অপরিহার্য ইস্যু।’ সূত্র: পলিটিকো