ট্রাম্পের সাবেক আইনজীবীকে ১৫ কোটি ডলার জরিমানা
- প্রকাশের সময় : ০২:৪২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৬২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানিকে মিথ্যা দাবি করে দুই নারী নির্বাচন কর্মকর্তার মানহানির দায়ে প্রায় ১৫ কোটি যুক্তরাষ্ট্রে ডলার জরিমানা করেছে আদালত। রুডি দীর্ঘদিন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং নিউইয়র্ক শহরের সাবেক মেয়র। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির আট সদস্যের জুরি বোর্ড তাকে এই জরিমানা করেছেন।
যুক্তরাষ্ট্রের আদলত বলেছে, রুবি ফ্রিম্যান ও তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসকে ৭৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মানহানি ও মানসিক ক্ষতির জন্য প্রত্যেককে আরও ৩৬ মিলিয়ন ডলার করে দিতে হবে।
এই দুই নারীর বিরুদ্ধে ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন আইনজীবী রুডি। তার এমন মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন এই দুই নারী। তারা আদালতকে জানান, সবশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তারা জর্জিয়ার ফুলটন কাউন্টিতে নির্বাচনী দায়িত্ব পালন করেন। রুডির এমন মিথ্যা দাবির পর তাদের দিকে বানের মতো বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য আসতে শুরু করে। এমনকি জীবন নিয়েও শঙ্কায় ছিলেন বলে জানান কৃষ্ণাঙ্গ এই দুই নারী।
আদালতের রায়ের পর শুক্রবার ওয়ান্ড্রিয়া মস সাংবাদিকদের বলেন, আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো কোনো নির্বাচনী কর্মী, ভোটার বা স্কুল বোর্ডের সদস্য বা অন্য যে কেউ কখনো যেন আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তার মুখোমুখি না হয়। তবে আদালতের এই রায়কে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের সাবেক এই আইনজীবী। সূত্র : কালবেলা।