নিউইয়র্ক ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৩২ বার পঠিত

নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার ঘটনায় সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই)। ঘটনাস্থলের আলামত ও বুলেটের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

ট্রাম্পকে হত্যাচেষ্টার তদন্তের দায়ভার পড়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওপর। এরই ধারবাহিকতায় তদন্তের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেন, হত্যাচেষ্টার ঘটনায় ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এফবিআই জানায়, ট্রাম্প যেহেতু অপরাধের শিকার তাই তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু প্রশ্ন করা হবে। তাছাড়া সংস্থাটি পরীক্ষা-নিরীক্ষা করে যা পেয়েছে তা সবসময়ই ট্রাম্পকে হত্যা চেষ্টা বলে মনে করে আসছে।

এছাড়া হত্যাচেষ্টার আলামত এবং যে বুলেট দিয়ে হামলা চালানো হয়েছে তা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে সংস্থাটির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প বলেন, কোনো কাঁচ কিংবা বুলেটের খোসা নয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বুলেটে কান ছিদ্র হয়ে ক্ষত তৈরি হয়েছে ট্রাম্পের। আর কিছুই না। সূত্র: সময় টিভি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে এফবিআই

প্রকাশের সময় : ০৮:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার ঘটনায় সাবেক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করবে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই)। ঘটনাস্থলের আলামত ও বুলেটের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

ট্রাম্পকে হত্যাচেষ্টার তদন্তের দায়ভার পড়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওপর। এরই ধারবাহিকতায় তদন্তের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এফবিআই প্রধান ক্রিস্টোফার রে বলেন, হত্যাচেষ্টার ঘটনায় ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এফবিআই জানায়, ট্রাম্প যেহেতু অপরাধের শিকার তাই তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু প্রশ্ন করা হবে। তাছাড়া সংস্থাটি পরীক্ষা-নিরীক্ষা করে যা পেয়েছে তা সবসময়ই ট্রাম্পকে হত্যা চেষ্টা বলে মনে করে আসছে।

এছাড়া হত্যাচেষ্টার আলামত এবং যে বুলেট দিয়ে হামলা চালানো হয়েছে তা নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

তবে সংস্থাটির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প বলেন, কোনো কাঁচ কিংবা বুলেটের খোসা নয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বুলেটে কান ছিদ্র হয়ে ক্ষত তৈরি হয়েছে ট্রাম্পের। আর কিছুই না। সূত্র: সময় টিভি।