নিউইয়র্ক ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / ৩৬ বার পঠিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট থাকাকালে ইরানের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুংকার দিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে এ হুমকি দেন ট্রাম্প।

বুধবার আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্প এই মন্তব্য করেন। আমেরিকার গণমাধ্যমগুলো সপ্তাহে জানিয়েছে, আমেরিকার সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে। এরপর ট্রাম্পেরে নিরাপত্তা বাড়ানো হয়। তবে সম্প্রতি পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান জড়িত নয়।

আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর তার নিরাপত্তা বাড়ানো হয়। অন্যান্য মাধ্যমগুলোও একই ধরনের কথা জানিয়েছে। ট্রাম্পের বৃহস্পতিবারের এই পোস্ট মনে করিয়ে দেয়, ২০১৯ সালের আরেক বিতর্কিত মন্তব্যের কথা। প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই সময় ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘ইরান আমেরিকার কোনো কিছুর ওপর আক্রমণ করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেয়া হবে।’

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

প্রকাশের সময় : ০৬:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

প্রেসিডেন্ট থাকাকালে ইরানের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুংকার দিলেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে এ হুমকি দেন ট্রাম্প।

বুধবার আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্প এই মন্তব্য করেন। আমেরিকার গণমাধ্যমগুলো সপ্তাহে জানিয়েছে, আমেরিকার সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে। এরপর ট্রাম্পেরে নিরাপত্তা বাড়ানো হয়। তবে সম্প্রতি পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান জড়িত নয়।

আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর তার নিরাপত্তা বাড়ানো হয়। অন্যান্য মাধ্যমগুলোও একই ধরনের কথা জানিয়েছে। ট্রাম্পের বৃহস্পতিবারের এই পোস্ট মনে করিয়ে দেয়, ২০১৯ সালের আরেক বিতর্কিত মন্তব্যের কথা। প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই সময় ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘ইরান আমেরিকার কোনো কিছুর ওপর আক্রমণ করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেয়া হবে।’