নিউইয়র্ক ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভোটের আগে ফৌজদারি মামলা স্থগিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান ট্রাম্প

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৮০ বার পঠিত

যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না। এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।

এসব মামলার বিচার থামিয়ে দিতে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।

এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভোটের আগে ফৌজদারি মামলা স্থগিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান ট্রাম্প

প্রকাশের সময় : ০২:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না। এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।

এসব মামলার বিচার থামিয়ে দিতে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।

এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে। সূত্র : আজকের পত্রিকা।