নিউইয়র্ক ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘অপরাধের ৮ দফা’ প্রকাশ করলেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৬০ বার পঠিত

শুল্ক নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ‘শুল্ক বহির্ভূত অপরাধ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শুল্ক বহির্ভূত অপরাধের ৮টি দফা প্রকাশ করেছেন তিনি এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ এসব অপরাধ করবে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে। ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।

চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর চাপানো নতুন শুল্কনীতির ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়ার দুই সপ্তাহের মাথায় ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিলেন। ট্রাম্প ঘোষিত ৮টি অপরাধের মধ্যে রয়েছে—ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার বদল, পণ্যের ওপর আমদানি-শুল্কের মতো মূল্যযুক্ত কর (ভ্যাট) চাপানো, উৎপাদন মূল্যের কমে রপ্তানি এবং অন্যান্য সরকারি ভর্তুকি, প্রতিরক্ষামূলক কৃষি ব্যবস্থা (যেমন ইউরোপে জিনগতভাবে উৎপাদিত ভুট্টা না থাকা), প্রতিরক্ষামূলক প্রযুক্তি (জাপানের ‘বোলিং বল’ পরীক্ষা, যা ব্যবহার করে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোকে জাপানি গ্রাহকদের কাছে বিক্রির জন্য প্রতারণা করে বলে অভিযোগ), জাল নোট তৈরি, পাইরেসি এবং শুল্ক এড়াতে দফায় দফায় পণ্য রপ্তানি।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, যেসব দেশ উপরোক্ত অপরাধগুলো করবে, তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে পারে। এর আগেও চীনসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার কমানোর অভিযোগ করেছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার একদিন আগে তিনি সামগ্রিক শুল্কনীতি সাময়িক ভাবে স্থগিতের ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘অপরাধের ৮ দফা’ প্রকাশ করলেন ট্রাম্প, দিলেন হুঁশিয়ারি

প্রকাশের সময় : ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

শুল্ক নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ‘শুল্ক বহির্ভূত অপরাধ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শুল্ক বহির্ভূত অপরাধের ৮টি দফা প্রকাশ করেছেন তিনি এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ এসব অপরাধ করবে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক চিরতরে নষ্ট হতে পারে। ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।

চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর চাপানো নতুন শুল্কনীতির ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়ার দুই সপ্তাহের মাথায় ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিলেন। ট্রাম্প ঘোষিত ৮টি অপরাধের মধ্যে রয়েছে—ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার বদল, পণ্যের ওপর আমদানি-শুল্কের মতো মূল্যযুক্ত কর (ভ্যাট) চাপানো, উৎপাদন মূল্যের কমে রপ্তানি এবং অন্যান্য সরকারি ভর্তুকি, প্রতিরক্ষামূলক কৃষি ব্যবস্থা (যেমন ইউরোপে জিনগতভাবে উৎপাদিত ভুট্টা না থাকা), প্রতিরক্ষামূলক প্রযুক্তি (জাপানের ‘বোলিং বল’ পরীক্ষা, যা ব্যবহার করে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোকে জাপানি গ্রাহকদের কাছে বিক্রির জন্য প্রতারণা করে বলে অভিযোগ), জাল নোট তৈরি, পাইরেসি এবং শুল্ক এড়াতে দফায় দফায় পণ্য রপ্তানি।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, যেসব দেশ উপরোক্ত অপরাধগুলো করবে, তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে পারে। এর আগেও চীনসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার কমানোর অভিযোগ করেছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার একদিন আগে তিনি সামগ্রিক শুল্কনীতি সাময়িক ভাবে স্থগিতের ঘোষণা দেন।