বিজ্ঞাপন :
ভারতে বাণিজ্যিক ভবন তৈরি করছে ট্রাম্প অর্গানাইজেশন

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৪:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১৯৮ বার পঠিত
দ্য ট্রাম্প অর্গানাইজেশন এবার ভারতের স্থানীয় অংশীদারদের নিয়ে দেশটিতে নতুন একটি বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে। বুধবার ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপারস পশ্চিমের পুনে শহরে ‘ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার’ নামে একটি নতুন আবাসন প্রকল্প শুরুর ঘোষণা দেয়। তাদের সঙ্গে অপর স্থানীয় অংশীদার হিসেবে থাকছে আবাসন খাতের প্রতিষ্ঠান কুন্দন স্পেসেস। এই প্রকল্প থেকে বছরে প্রায় ২৯০ মিলিয়ন যুক্তরাষ্ট্রের ডলার আয়ের বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৬ লাখ বর্গফুট জায়গার ওপর ভবন নির্মাণ করা হবে। এতে দুইটি কাঁচের তৈরি টাওয়ার ও অফিসের জন্য ২৭তলা জায়গা থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই প্রকল্প ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের প্রথম বাণিজ্যিক আবাসন উদ্যোগ। টিওআই।
Tag :