ট্রাম্প নাকি বাইডেন, কে বেশি জনপ্রিয়?
- প্রকাশের সময় : ০৫:০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ৪৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌঁড়ে জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
হককথা ডেস্ক : চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর জনপ্রিয়তা নিয়ে জরিপ চালিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি এবিসি নিউজের এক জরিপে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌঁড়ে জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইংরেজি ও স্প্যানিশ ভাষায় করা এই জরিপে অংশ নিয়েছেন ২ হাজার ২২৮ জন। রোববার ( ১৪ জানুয়ারি) এ জরিপের ফল প্রকাশ করেছে এবিসি নিউজ।
জরিপের ফলে দেখা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান না অনেক ডেমোক্র্যাট। মাত্র ৫৭ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য। অন্যদিকে ৭০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক রিপাবলিকান ট্রাম্পকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার পক্ষে তাদের মত দিয়েছেন।
জরিপে আরও দেখা গেছে, ১৫ বছরের মধ্যে প্রেসিডেন্ট থাকা আবস্থায় দলীয় সমর্থনের দিক বিবেচনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছেন বাইডেন। নারীদের মধ্যেও জনপ্রিয়তা কমেছে বাইডেনের। ২০২০ সালে বাইডেনের পক্ষে ভোট দিয়েছিলেন ৫৭ শতাংশ যুক্তরাষ্ট্রের নারী। বর্তমানে সেই সংখ্যা ৩১ শতাংশে নেমেছে। আর পুরুষদের মধ্যে ৩৪ শতাংশ বাইডেনকে পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।
এমনকি কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা কমেছে। বাইডেনকে ক্ষমতায় দেখতে চান ২২ শতাংশ কৃষ্ণাঙ্গ আর হিস্পানিকদের মধ্যে ১৫ শতাংশ। এছাড়া গাজা ইস্যুতে মুসলিম ভোটাররাও বাইডেনের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
হককথা/নাছরিন