নেভাডা ককাসে অনায়াসে জয় পেলেন ট্রাম্প
- প্রকাশের সময় : ০৩:২০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নেভাডায় বৃহস্পতিবার রিপাবলিকান ককাসে (প্রার্থী বাছাই) অনায়াসে বড় জয় পেলেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যালটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসেবে রায়ান বিংকলির নাম ছিল, যিনি পেশায় একজন যাজক ও ব্যবসায়ী। নেভাডায় ককাসের আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে সেখানে স্বাচ্ছন্দ্যে উতরে যাবেন ট্রাম্প। নেভাডায় ককাসে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ট্রাম্প সেখানে ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে ট্রাম্পের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ নিকি হ্যালি নেভাডার ককাসে অংশ না নেওয়ার বদলে প্রাইমারির ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন ট্রাম্প। তিনি নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে জিতেছেন। সূত্র : বিবিসি