বাইডেন ও ইলন মাস্ককে হত্যার হুমকিদাতা গ্রেফতার
- প্রকাশের সময় : ০৪:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৫ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বিলিয়নেয়ার ইলন মাস্ককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জাস্টিন ম্যাককলি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) টেক্সাস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
আদালতের নথির তথ্য অনুসারে, ম্যাককলির টেক্সাসে চলে যাওয়ার বিষয়টি তার স্ত্রী রজার্স পুলিশকে ফোন করে জানান। এ সময় তিনি বলেছেন, ম্যাককলি আর কখনোই ফিরে আসবেন না। মোবাইল ফোন রেখে গেছেন যাতে নজরদারি না করা যায়।
আদালতের রেকর্ডে আরও বলা হয়েছে, অস্টিনে রবিবার বিকেলে ম্যাককলিকে আটকানোর পর রজার্স বলেছেন, মাস্কের সঙ্গে কথা বলার জন্য টেসলা গিগাফ্যাক্টরিতে যাচ্ছেন ম্যাককলি। আর তখনই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাককলি প্রেসিডেন্ট জো বাইডেন ও বিলিয়নেয়ার ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছিলেন। হত্যা হুমকির পর ইলন মাস্ক বলেছিলেন, চাইলেই কাউকে হত্যা করা যায়, এটা কঠিন কিছু না। কিন্তু তারা হত্যা করতে পারবে না। যদিও কিছু ঝুঁকি তো আছেই।
হককথা/নাছরিন