নিউইয়র্ক ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনকে ২৫০ মিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৫৬ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

হককথা ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে চলতি বছর আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার (২৭ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

ব্লিংকেন বলেন, ইউক্রেনকে দেওয়া নতুন অস্ত্র সহায়তার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চ-গতিশীল কামান রকেট সিস্টেম ও আর্টিলারি অ্যান্টি-আরমারের গোলাবারুদ এবং দেড় কোটি রাউন্ডের বেশি গুলি থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে ইউক্রনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোদী দলের দ্বন্দ্বের জেরে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সহায়তার অভবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভকে ১১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর কোনো তহবিল অনুমোদন দেয়নি কংগ্রেস।

গত অক্টোবরে কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের বরাদ্দ চায় বাইডেন প্রশাসন। তবে রিপাবলিকানদের বাধায় তা কংগ্রেসে পাস হয়নি।

অন্যদিকে অর্থ ও সামরিক সহায়তা নিয়ে ইউরোপ থেকেও দীর্ঘ দিন ধরে সুসংবাদ পাচ্ছে না কিয়েভ। কয়েক দিন আগে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে ইউক্রেনের জন্য প্রস্তাবিত ৫ হাজার কোটি ইউরোর একটি সহায়তা বিল আটকে দেয় হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনকে ২৫০ মিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৪:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

হককথা ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে চলতি বছর আরও ২৫০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার (২৭ ডিসেম্বর) তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

ব্লিংকেন বলেন, ইউক্রেনকে দেওয়া নতুন অস্ত্র সহায়তার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চ-গতিশীল কামান রকেট সিস্টেম ও আর্টিলারি অ্যান্টি-আরমারের গোলাবারুদ এবং দেড় কোটি রাউন্ডের বেশি গুলি থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে ইউক্রনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোদী দলের দ্বন্দ্বের জেরে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের সহায়তার অভবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভকে ১১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর কোনো তহবিল অনুমোদন দেয়নি কংগ্রেস।

গত অক্টোবরে কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের বরাদ্দ চায় বাইডেন প্রশাসন। তবে রিপাবলিকানদের বাধায় তা কংগ্রেসে পাস হয়নি।

অন্যদিকে অর্থ ও সামরিক সহায়তা নিয়ে ইউরোপ থেকেও দীর্ঘ দিন ধরে সুসংবাদ পাচ্ছে না কিয়েভ। কয়েক দিন আগে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে ইউক্রেনের জন্য প্রস্তাবিত ৫ হাজার কোটি ইউরোর একটি সহায়তা বিল আটকে দেয় হাঙ্গেরি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র হিসেবে পরিচিত।

হককথা/নাছরিন