নিউইয়র্ক ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে হু-হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কী হতে পারে আগামী ১৫ বছরে?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ১৫৬ বার পঠিত

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হবে। এই বৃদ্ধির মূল কারণ হল, উচ্চ প্রজনন হার এবং অভিবাসন। গবেষণায় আরও জানা গিয়েছে যে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে আগত মুসলিম অভিবাসীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। বর্তমানে, দেশটিতে তিন-চতুর্থাংশ মুসলিম-ই হয় অভিবাসী অথবা অভিবাসীদের সন্তান।

অভিবাসনের কারণে, যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে, আমেরিকান মুসলিম জনসংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে তা ৮.১ মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যার গড় বয়স অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় কম। এর অর্থ হল, মুসলিমদের প্রজনন হার বেশি। ফলস্বরূপ, আমেরিকায় আগামী দশকগুলিতে মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর জেরে মুসলিমরা যুক্তরাষ্ট্রের ধর্মের নিরিখে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হবে।

আমেরিকায় দ্রুত গতিতে ও উল্লখযোগ্যহারে মুসলিম জনসংখ্যা বাড়লেও তা কখনওই খ্রিস্টান সম্প্রদায়কে ছাপিয়ে যেতে পারবে না। তুলনায় কম থাকবে মুসলমান জমসংখ্যা। তা সত্ত্বেও, ধর্মীয় কাঠামোর পরিবর্তন আমেরিকার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে এবং এই রূপান্তর সেদেশের সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে।

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:
* বিশ্বে মোট ৫৭টি মুসলিম দেশ রয়েছে।
* এই দেশগুলিতে বসবাসকারী মুসলিমদের মোট জনসংখ্যা ২ বিলিয়ন ছাড়িয়েছে।
* মুসলিম জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ।
* বিশ্বের মোট জনসংখ্যা ৮ বিলিয়নের বেশি।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে, পৃথিবীজুড়ে মুসলিম জনসংখ্যা ২ বিলিয়ন ছাড়ালেও, খ্রিস্টধর্ম অনুসরণকারী মানুষের সংখ্যাও ২ বিলিয়ন ছাড়িয়েছে। যা খ্রীস্টান সম্প্রদায়ভুক্তদের দুনিয়ার বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত করেছে। সূত্র : দৈনিক ইনকিলাব।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে হু-হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কী হতে পারে আগামী ১৫ বছরে?

প্রকাশের সময় : ০২:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হবে। এই বৃদ্ধির মূল কারণ হল, উচ্চ প্রজনন হার এবং অভিবাসন। গবেষণায় আরও জানা গিয়েছে যে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে আগত মুসলিম অভিবাসীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। বর্তমানে, দেশটিতে তিন-চতুর্থাংশ মুসলিম-ই হয় অভিবাসী অথবা অভিবাসীদের সন্তান।

অভিবাসনের কারণে, যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে, আমেরিকান মুসলিম জনসংখ্যা ছিল ৩.৪৫ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে তা ৮.১ মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যার গড় বয়স অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় কম। এর অর্থ হল, মুসলিমদের প্রজনন হার বেশি। ফলস্বরূপ, আমেরিকায় আগামী দশকগুলিতে মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর জেরে মুসলিমরা যুক্তরাষ্ট্রের ধর্মের নিরিখে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হবে।

আমেরিকায় দ্রুত গতিতে ও উল্লখযোগ্যহারে মুসলিম জনসংখ্যা বাড়লেও তা কখনওই খ্রিস্টান সম্প্রদায়কে ছাপিয়ে যেতে পারবে না। তুলনায় কম থাকবে মুসলমান জমসংখ্যা। তা সত্ত্বেও, ধর্মীয় কাঠামোর পরিবর্তন আমেরিকার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে এবং এই রূপান্তর সেদেশের সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে।

কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:
* বিশ্বে মোট ৫৭টি মুসলিম দেশ রয়েছে।
* এই দেশগুলিতে বসবাসকারী মুসলিমদের মোট জনসংখ্যা ২ বিলিয়ন ছাড়িয়েছে।
* মুসলিম জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ।
* বিশ্বের মোট জনসংখ্যা ৮ বিলিয়নের বেশি।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে, পৃথিবীজুড়ে মুসলিম জনসংখ্যা ২ বিলিয়ন ছাড়ালেও, খ্রিস্টধর্ম অনুসরণকারী মানুষের সংখ্যাও ২ বিলিয়ন ছাড়িয়েছে। যা খ্রীস্টান সম্প্রদায়ভুক্তদের দুনিয়ার বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত করেছে। সূত্র : দৈনিক ইনকিলাব।