বাইডেনকে অভিশংসন নিয়ে প্রতিনিধি পরিষদে তদন্ত শুরু
- প্রকাশের সময় : ০২:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৭৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে অভিশংসনের লক্ষ্যে তদন্তকাজ এগিয়ে নিতে চান কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান আইনপ্রণেতারা। এরই অংশ হিসেবে স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুই সাবেক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করার কথা।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। দলটির আইনপ্রণেতারা বলছেন, বাইডেন ২০০৯-১৭ সাল মেয়াদে ভাইস প্রেসিডেন্ট থাকার সময় যেসব নীতিগত সিদ্ধান্তে অংশ নিয়েছেন, তা থেকে প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যরা এমন সুবিধা গ্রহণ করেছেন, যা ঠিক হয়নি।
অবশ্য পরিবারের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সুবিধা পেয়েছেন কি না, এখন পর্যন্ত এমন প্রমাণ উপস্থাপন করেননি রিপাবলিকান আইনপ্রণেতারা। হোয়াইট হাউস বলেছে, এই তদন্ত ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে গত সপ্তাহে লেখা এক চিঠিতে হোয়াইট হাউসের পরামর্শক এডওয়ার্ড সিসকেল বলেন, ‘মাননীয় স্পিকার, এটা স্পষ্টতই সামনে এগিয়ে যাওয়ার সময়। এই অভিশংসন ইস্যু শেষ হয়ে গেছে। এই প্রহসনে সময় নষ্ট করে যাওয়ার চেয়ে আমেরিকার জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করা বাকি আছে।’
‘হাউস ওভারসাইট কমিটি’ হান্টার বাইডেনের দুই সাবেক ব্যবসায়িক সহযোগী টনি বোবুলিনস্কি ও জেসন গ্যালানিসকে তলব করেছে। প্রতারণার মামলায় বর্তমানে কারাভোগ করছেন গ্যালানিস। তিনি ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিতে পারেন। অবশ্য এর আগে রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদে এই প্যানেলের সামনে হাজির হয়েছিলেন দুজন।
এই প্যানেল হান্টার বাইডেন ও তাঁর ব্যবসায়িক সহযোগী ডেভন আর্চারকেও শুনানিতে আমন্ত্রণ জানিয়েছিল। তবে তাঁরা এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সূত্র : প্রথম আলো
হককথা/নাছরিন