টেক্সাসে অবৈধ অভিবাসী গ্রেপ্তারে আইন
- প্রকাশের সময় : ০৬:০০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ৫৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ অভিবাসীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী সীমান্ত পারাপারকে অবৈধ ও কারাভোগের মতো অপরাধ। এই আইন আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হওয়া সবচেয়ে কঠোর অভিবাসী আইন। টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এই আইন ‘টেক্সাসে অবৈধভাবে প্রবেশের তরঙ্গ ঠেকাবে।
তবে অভিবাসনের সমর্থকরা বলছেন, এই আইন জাতিগত সংক্ষিপ্তকরণের দিকে ঠেলে দেবে। অবৈধ অভিবাসন বৃদ্ধি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই আইন প্রণয়নের খবর সামনে এলো। টেক্সাসের নতুন এই পদক্ষেপ কিছুটা বিতর্কিত। কারণ এর আগে মার্কিন আদালত এক রায়ে জানিয়েছিলেন, শুধু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারই অভিবাসন আইন প্রয়োগ করতে পারবে।
অবৈধভাবে সীমান্ত পার হওয়া ফেডারেল অপরাধ। তবে এই অপরাধ বর্তমানে অভিবাসন আদালত ব্যবস্থায় দেওয়ানি মামলা হিসেবে পরিচালিত হয়। আগামী বছরের মার্চ থেকে এই আইন কার্যকর হবে। এ বছরের নভেম্বরে টেক্সাসের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভার উভয় হাউসেই এই আইন পাস হয়। সূত্র : বিবিসি
হককথা/নাছরিন