ট্রাম্প প্রার্থী হলে রানিংমেট কে, আলোচনায় দুই নারীসহ তিনজন
- প্রকাশের সময় : ১০:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন এখন অনেকটাই নিশ্চিত। দলটির প্রার্থী বাছাইয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দলীয় ভোটে (প্রাইমারি) প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে হারানোর পর ট্রাম্পের সামনে তেমন কোনো বাধা নেই। ট্রাম্প প্রার্থী হলে তাঁর রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে।
শনিবার রিপাবলিকান দলের কর্মীদের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ট্রাম্পের সম্ভাব্য রানিংমেট নিয়ে একটি জনমত জরিপ করা হয়। এ জরিপে দুটি নাম শীর্ষ পছন্দের তালিকায় উঠে এসেছে। এর মধ্যে সবার ওপরে রয়েছে সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম। এ ছাড়া ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা উদ্যোক্তা বিবেক রামাস্বামীর নামও জরিপে উঠে এসেছে।
ডানপন্থীরা কাকে নিয়ে বেশি উৎসাহী—সিপিএসি জরিপে সে বিষয়টি তুলে ধরা হয়। ওয়াশিংটনের বাইরে চার দিনের আয়োজনের শেষে এই জরিপের ফল ঘোষণা করা হয়। এবারের জনমত জরিপের ফলাফলে নোয়েম ও রামাস্বামী দুজনেই ১৫ শতাংশ করে ভোট পেয়েছেন। এ ছাড়া হাওয়াইয়ের কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড ৯ শতাংশ ভোট পেয়েছেন। নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক ও সাউথ ক্যারোলাইনার সিনেটর টিম স্কট পেয়েছেন ৮ শতাংশ করে ভোট।
জরিপ নিয়ে আলোচনা থাকলেও পর্দার আড়ালে ট্রাম্প উপদেষ্টাদের সঙ্গে সম্ভাব্য রানিংমেট নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছেন। তাঁর প্রচার দলের সদস্যরা সম্ভাব্য প্রার্থীকে বেছে নেওয়ার লাভ-ক্ষতি হিসাব কষছেন। এর আগে ট্রাম্প রানিংমেট নিয়ে দুই ধরনের কথা বলেছিলেন। প্রথমে তিনি বলেছিলেন, কে রানিংমেট হবেন, তা ঠিক করে রেখেছেন। পরে তিনি বলেন, এখনো তিনি সিদ্ধান্ত নেননি।
ক্রিস্টি নোয়েম
বিবিসি বলছে, ডেকোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে জাতীয় পর্যায়ে ভাবমূর্তি গড়ে তোলা কঠিন। কিন্তু ক্রিস্টি নোয়েম এ ক্ষেত্রে সফলতা দেখিয়েছেন। ২০২০ সালে করোনার সময় যখন সবখানে কোভিড বিধিনিষেধ জারি করা হয়, তিনি এর বিপক্ষে শক্ত অবস্থান নেন। ওই সময় থেকেই তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ বাড়ান। কোভিডের সেই সময়ের কথা তুলে ধরে ক্রিস্টি নোয়েম বলেন, তিনিই একমাত্র গভর্নর, যিনি কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে দেননি। ট্রাম্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পরস্পরকে বিশ্বাস করেছি। আমরা চ্যালেঞ্জগুলো একসঙ্গে মোকাবিলা করেছি।’
বিবেক রামাস্বামী
বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রাইম টাইম শোতে অংশ নিয়ে নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছিলেন বিবেক। তবে গত মাসে আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে হেরে রণে ভঙ্গ দেন তিনি। এই ককাসে ট্রাম্প বড় ব্যবধানে জয়ী হন। তিনি ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন।
তুলসী গ্যাবার্ড
এবারে ট্রাম্পের রানিং মেট হিসেবে আলোচনায় এসেছে তুলসী গ্যাবার্ডের নাম। তিনি ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে জো বাইডেনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান।
তুলসী গ্যাবার্ড বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিএসিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প প্রসঙ্গে বলেন, ‘মানুষটি একজন লড়াকু যোদ্ধা। তাঁর শক্তি এবং ধৈর্য শুধু একটি জায়গা থেকে আসতে পারে। আর তা হলো আমাদের দেশের ভবিষ্যতের জন্য আন্তরিক ভালোবাসা এবং উদ্বেগ।’ সূত্র : প্রথম আলো।