নিউইয়র্ক ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নেই প্রতিদ্বন্দ্বী, তবু জিততে পারলেন না নিকি হ্যালি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারিতে হেরে গেছেন নিকি হ্যালি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রাইমারিতে তার কোনও প্রতিদ্বন্দ্বী না থাকার পরও হেরেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভোটাভুটি শেষে প্রাইমারির আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি মাত্র ৩২ শতাংশ ভোট পেয়েছেন। ব্যালটে তার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। কিন্তু ব্যালটে সুযোগ ছিল কোনও প্রার্থী পছন্দ না হলে তাতে ভোট দেওয়ার। ভোটাররা সেটাকেই বেছে নিয়েছেন, ‘কেউ না’ পেয়েছে ৬১ শতাংশ ভোট। নেভাদায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনের ব্যালটে ট্রাম্পের নাম ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রকাশিত ফলাফল পরিবর্তিত হবে না।

নেভাদায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচন হ্যালির জন্য আরেকটি আঘাত। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে হেরেছেন তিনি। ওই দুই অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, চলতি মাসে নিজ অঙ্গরাজ্য দক্ষিণ ক্যারোলাইনাতেও হারতে চলেছেন হ্যালি। সূত্র : বাংলা ট্রিবিউন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নেই প্রতিদ্বন্দ্বী, তবু জিততে পারলেন না নিকি হ্যালি

প্রকাশের সময় : ১১:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারিতে হেরে গেছেন নিকি হ্যালি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রাইমারিতে তার কোনও প্রতিদ্বন্দ্বী না থাকার পরও হেরেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভোটাভুটি শেষে প্রাইমারির আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি মাত্র ৩২ শতাংশ ভোট পেয়েছেন। ব্যালটে তার কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। কিন্তু ব্যালটে সুযোগ ছিল কোনও প্রার্থী পছন্দ না হলে তাতে ভোট দেওয়ার। ভোটাররা সেটাকেই বেছে নিয়েছেন, ‘কেউ না’ পেয়েছে ৬১ শতাংশ ভোট। নেভাদায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনের ব্যালটে ট্রাম্পের নাম ছিল না। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রকাশিত ফলাফল পরিবর্তিত হবে না।

নেভাদায় রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচন হ্যালির জন্য আরেকটি আঘাত। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে হেরেছেন তিনি। ওই দুই অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, চলতি মাসে নিজ অঙ্গরাজ্য দক্ষিণ ক্যারোলাইনাতেও হারতে চলেছেন হ্যালি। সূত্র : বাংলা ট্রিবিউন।