নিউইয়র্ক ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রিপাবলিকান পার্টির মনোনয়নে দলের ওপর ক্ষোভ নিকি হ্যালির

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ৯৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে থাকা নিকি হ্যালি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তাঁর নির্বাচনী প্রচার নিয়ে সৎ না থাকায় দলের নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সাউথ ক্যারোলাইনায় মনোনয়নদৌড়ে যদি ট্রাম্পের সঙ্গে হেরেও যান, তাহলেও পিছু হটবেন না। তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ট্রাম্প ও হ্যালি। এই দৌড়ে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি। তবে লড়াইয়ে হ্যালির চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তাঁর প্রশাসনে কাজ করেছিলেন হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিকি। তিনি বলেন, রিপাবলিকান দলের মনোনয়ন লড়াই যতই সামনে এগোচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ততই লাগামহীন হয়ে পড়ছেন।

প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বিপরীতে মনোনয়নের দৌড়ে থাকা নিকি হ্যালি বলেন, সাউথ ক্যারোলাইনায় যদি হারেন, তা হলেও পিছু হটবেন না। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া ককাসে তৃতীয় হন, আর নিউ হ্যাম্পশায়ারে দ্বিতীয় হন। এবার ভোট হবে সাউথ ক্যারোলাইনায়। এখানকার গভর্নর ছিলেন হ্যালি।

২৪ ফেব্রুয়ারি এখানে ভোটের আগে হ্যালির চেয়ে অনেক এগিয়ে আছেন ট্রাম্প। তবে হ্যালি বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা করতে তাঁর ঘরের মাঠে জেতার দরকার নেই। তিনি বলেন, ‘আমার দরকার আমি এগিয়ে চলেছি, এটাই দেখানো দরকার। নিউ হ্যাম্পশায়ারের চেয়ে সাউথ ক্যারোলাইনায় ভালো করেছি, সে গতি দেখানো বেশি প্রয়োজন।’ ইতিমধ্যে রিপাবলিকান দলের বড় নেতারা ট্রাম্পের পক্ষে তাঁদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণার উদ্যোগ নিয়েছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি আরএনসি। কিন্তু নিকি হ্যালি এই কমিটিকে সৎ বলে মনে করেন না। তিনি বলেন, কে প্রার্থী হবেন, তা ঠিক করবেন যুক্তরাষ্ট্রের জনগণ। সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছেন হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আইনি লড়াই নিয়েই ব্যস্ত থাকতে হবে ট্রাম্পকে। সূত্র : প্রথম আলো।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রিপাবলিকান পার্টির মনোনয়নে দলের ওপর ক্ষোভ নিকি হ্যালির

প্রকাশের সময় : ০১:২৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে থাকা নিকি হ্যালি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে তাঁর নির্বাচনী প্রচার নিয়ে সৎ না থাকায় দলের নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, সাউথ ক্যারোলাইনায় মনোনয়নদৌড়ে যদি ট্রাম্পের সঙ্গে হেরেও যান, তাহলেও পিছু হটবেন না। তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ট্রাম্প ও হ্যালি। এই দৌড়ে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি। তবে লড়াইয়ে হ্যালির চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তাঁর প্রশাসনে কাজ করেছিলেন হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিকি। তিনি বলেন, রিপাবলিকান দলের মনোনয়ন লড়াই যতই সামনে এগোচ্ছে, সাবেক প্রেসিডেন্ট ততই লাগামহীন হয়ে পড়ছেন।

প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বিপরীতে মনোনয়নের দৌড়ে থাকা নিকি হ্যালি বলেন, সাউথ ক্যারোলাইনায় যদি হারেন, তা হলেও পিছু হটবেন না। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া ককাসে তৃতীয় হন, আর নিউ হ্যাম্পশায়ারে দ্বিতীয় হন। এবার ভোট হবে সাউথ ক্যারোলাইনায়। এখানকার গভর্নর ছিলেন হ্যালি।

২৪ ফেব্রুয়ারি এখানে ভোটের আগে হ্যালির চেয়ে অনেক এগিয়ে আছেন ট্রাম্প। তবে হ্যালি বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা করতে তাঁর ঘরের মাঠে জেতার দরকার নেই। তিনি বলেন, ‘আমার দরকার আমি এগিয়ে চলেছি, এটাই দেখানো দরকার। নিউ হ্যাম্পশায়ারের চেয়ে সাউথ ক্যারোলাইনায় ভালো করেছি, সে গতি দেখানো বেশি প্রয়োজন।’ ইতিমধ্যে রিপাবলিকান দলের বড় নেতারা ট্রাম্পের পক্ষে তাঁদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণার উদ্যোগ নিয়েছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি আরএনসি। কিন্তু নিকি হ্যালি এই কমিটিকে সৎ বলে মনে করেন না। তিনি বলেন, কে প্রার্থী হবেন, তা ঠিক করবেন যুক্তরাষ্ট্রের জনগণ। সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছেন হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আইনি লড়াই নিয়েই ব্যস্ত থাকতে হবে ট্রাম্পকে। সূত্র : প্রথম আলো।