নিউইয়র্ক ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আটলান্টিক সিটিতে ‘নরসিংহ চতুর্দশী’ পালিত

সুব্রত চৌধুরী
  • প্রকাশের সময় : ০১:২১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / ১৩৫ বার পঠিত

নিউজার্সী রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২২ মে বুধবার সন্ধ্যায় ‘নরসিংহ চতুর্দশী’ পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুদের উদ্যোগে ১৪১১ পেনরোজ এভিনিউ এর প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নরসিংহ চতুর্দশী’ পালিত হয়। এতে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, পুজা অর্চনা, পবিত্র গীতা থেকে পাঠ, কথামালা, মালা জপ, কীর্তন ইত্যাদি।

ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ। প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু আবির্ভূত হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে। যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে ‘নরসিংহ জয়ন্তী’ হিসেবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিটি ‘নরসিংহ চতুর্দশী’ হিসাবে উদযাপিত হয়।

ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার। শ্রীপাদ ভক্তি বেদান্ত সিদ্ধান্তি মহারাজ ,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, সুভাষ মজুমদার,তৃপ্তি সরকার, সুপ্রীতি দে, দীপা দে, সজল দাশ, ইন্দিরা চৌধুরী, রানা দাশ, পিকলু দাশ,ঝুমুর বিশ্বাস, সুমি মজুমদার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও সুমন মজুমদার প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন ‘নরসিংহ চতুর্দশী’ পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আটলান্টিক সিটিতে ‘নরসিংহ চতুর্দশী’ পালিত

প্রকাশের সময় : ০১:২১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

নিউজার্সী রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২২ মে বুধবার সন্ধ্যায় ‘নরসিংহ চতুর্দশী’ পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুদের উদ্যোগে ১৪১১ পেনরোজ এভিনিউ এর প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নরসিংহ চতুর্দশী’ পালিত হয়। এতে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, পুজা অর্চনা, পবিত্র গীতা থেকে পাঠ, কথামালা, মালা জপ, কীর্তন ইত্যাদি।

ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ। প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু আবির্ভূত হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে। যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে ‘নরসিংহ জয়ন্তী’ হিসেবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিটি ‘নরসিংহ চতুর্দশী’ হিসাবে উদযাপিত হয়।

ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার। শ্রীপাদ ভক্তি বেদান্ত সিদ্ধান্তি মহারাজ ,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, সুভাষ মজুমদার,তৃপ্তি সরকার, সুপ্রীতি দে, দীপা দে, সজল দাশ, ইন্দিরা চৌধুরী, রানা দাশ, পিকলু দাশ,ঝুমুর বিশ্বাস, সুমি মজুমদার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও সুমন মজুমদার প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন ‘নরসিংহ চতুর্দশী’ পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।