নিউইয়র্ক ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চলতি বছর বন্দুক সহিংসতায় ৪২ হাজারের বেশি আমেরিকান নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৮৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ৪২ হাজার জনের বেশি নিহত, ছবি : সংগৃহীত

হককথা ডেস্ক : চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ৪২ হাজার ৩০০ জন নিহত হয়েছে। এ সময় দেশটিতে ৬৫০টি গণ-গুলিবর্ষণ, ৪০টি গণভাবে হত্যা, ১ হাজার ১৬১টি আত্মরক্ষামূলক ও ৫৪৩টি ছিল অনিচ্ছাকৃত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৬ (ডিসেম্বর) আমেরিকার অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ এর বরাত এ খবর জানিয়েছে স্পুটনিক। আইনশৃঙ্খলা রক্ষিকারী বাহিনী, গণমাধ্যম, সরকারি তথ্য এবং বিভিন্ন বাণিজ্যিক সূত্র থেকে গান ভায়োলেন্স আর্কাইভ এসব তথ্য সংগ্রহ করেছে।যুক্তরাষ্ট্রে কর্তৃপক্ষ চলমান বন্দুক সহিংসতাকে মহামারী বলে উল্লেখ করতে বাধ্য হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে যেসব মানুষ বন্দুক সহিংসতার শিকার হয়ে মারা গেছে তার বেশিরভাগই বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। তারপরই রয়েছে হত্যাকাণ্ড, আত্মরক্ষার চেষ্টা এবং অনিচ্ছাকৃত গুলি। ৪২ হাজার ৩০০ জনের মধ্যে ১৮ হাজার ৫৪১ জন নিহত হয়েছে বন্দুক সহিংসতা সম্পর্কিত ঘটনায়। এসব ঘটনার মধ্যে রয়েছে ৬৫০টির বেশি গণ-গুলিবর্ষণ, ৪০টি গণভাবে হত্যা, এক হাজার ১৬১টি আত্মরক্ষামূলক ঘটনা এবং এক হাজার ৫৪৩টি ছিল অনিচ্ছাকৃত গুলিবর্ষণের ঘটনা।

গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, আমেরিকায় ২০২৩ সালে মোট ২৩ হাজার ৭৬০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। চলতি বছরের বন্দুক সহিংসতায় মোট এক হাজার ৬০০ শিশু মারা গেছে যাদের বয়স শূণ্য থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া, আহত হয়েছে চার হাজার ৪৪৪টি শিশু।

বন্দুক সহিংসতায় চলতি বছর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ৪৬ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া ১,৪১২ জন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চলতি বছর বন্দুক সহিংসতায় ৪২ হাজারের বেশি আমেরিকান নিহত

প্রকাশের সময় : ০৩:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

হককথা ডেস্ক : চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ৪২ হাজার ৩০০ জন নিহত হয়েছে। এ সময় দেশটিতে ৬৫০টি গণ-গুলিবর্ষণ, ৪০টি গণভাবে হত্যা, ১ হাজার ১৬১টি আত্মরক্ষামূলক ও ৫৪৩টি ছিল অনিচ্ছাকৃত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৬ (ডিসেম্বর) আমেরিকার অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ এর বরাত এ খবর জানিয়েছে স্পুটনিক। আইনশৃঙ্খলা রক্ষিকারী বাহিনী, গণমাধ্যম, সরকারি তথ্য এবং বিভিন্ন বাণিজ্যিক সূত্র থেকে গান ভায়োলেন্স আর্কাইভ এসব তথ্য সংগ্রহ করেছে।যুক্তরাষ্ট্রে কর্তৃপক্ষ চলমান বন্দুক সহিংসতাকে মহামারী বলে উল্লেখ করতে বাধ্য হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে যেসব মানুষ বন্দুক সহিংসতার শিকার হয়ে মারা গেছে তার বেশিরভাগই বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। তারপরই রয়েছে হত্যাকাণ্ড, আত্মরক্ষার চেষ্টা এবং অনিচ্ছাকৃত গুলি। ৪২ হাজার ৩০০ জনের মধ্যে ১৮ হাজার ৫৪১ জন নিহত হয়েছে বন্দুক সহিংসতা সম্পর্কিত ঘটনায়। এসব ঘটনার মধ্যে রয়েছে ৬৫০টির বেশি গণ-গুলিবর্ষণ, ৪০টি গণভাবে হত্যা, এক হাজার ১৬১টি আত্মরক্ষামূলক ঘটনা এবং এক হাজার ৫৪৩টি ছিল অনিচ্ছাকৃত গুলিবর্ষণের ঘটনা।

গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, আমেরিকায় ২০২৩ সালে মোট ২৩ হাজার ৭৬০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। চলতি বছরের বন্দুক সহিংসতায় মোট এক হাজার ৬০০ শিশু মারা গেছে যাদের বয়স শূণ্য থেকে ১৭ বছরের মধ্যে। এছাড়া, আহত হয়েছে চার হাজার ৪৪৪টি শিশু।

বন্দুক সহিংসতায় চলতি বছর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ৪৬ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া ১,৪১২ জন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।

হককথা/নাছরিন