নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ১০:০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৭৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে নানা কর্মসূচীর মধ্যদিয়ে নিউইয়র্কে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তোমের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি স্মরণে নিউইয়র্কে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে বক্তারা মরহুম জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও বক্তারা দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের আদর্শ ধারন করে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’: প্রতিবছরের মতো এবারো নিউইয়র্ক সিটির ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে সার্বজনীনভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় ৭৩ স্টীটে নবান্ন রেষ্টুরেন্টের সামনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু প্রমুখ। এবার এই আয়োজনের আহ্বায়ক ছিরেন দেওয়ান মনির, প্রধান সমন্বয়কারী সারওয়ার খান বাবু, সার্বিক তত্ত্বাবধানে আবুল কাশেম এবং সদস্য সচিব ছিলেন আমানত হোসেন আমান।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে বুধবার (২৯ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন। মূল আলোচক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. শওকত আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপি রাব্বী মোহাম্মদ খোকন, কাজী সাখাওয়াত হোসেন আযম, জসিম ভূইয়া, গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, জাকির হাওলাদারসহ আরো অনেকে।
অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে বুধবার (২৯ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের অপর একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক ছাত্রনেতা আব্দুল বাসেত, এম এ সবুর, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী প্রমুখ।
নিউইয়র্ক ষ্টেট বিএনপি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) বিকালে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ষ্টেট বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য গিয়াস আহমেদ, গেষ্ট অব অনার ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য জিল্লুর রহমান জিল্লু এবং বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক হাইরাম মানসেরাত। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্কে ষ্টেট বিএনপি ও নিউইয়র্ক মহানগর বিএনপি’র (উত্তর/দক্ষিণ) বিএনপি নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
যুবদল: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৫টায় যুক্তরাষ্ট্র যুবদল জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ ষ্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে আলোচনা, দোয়া এবং রেস্টুরেন্টের সামনে তবারক বিতরণ কর্মসূচি গ্রহণ করে।
আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ বুধবার (২৮ মে) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দোয়া মফিল আলোচনা সভা ও তবারক বিতরণ কর্মসূচী গ্রহণ করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও লিটা রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক ড. শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান প্রমুখ।