যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক কনভেনশনে একমাত্র বাংলাদেশী ডেলিগেট মঞ্জুর চৌধুরী জগলুল

- প্রকাশের সময় : ০১:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৪১ বার পঠিত
সোমবার ১৯ শে আগস্ট থেকে শিকাগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের আসন্ন নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন। এই ডেমোক্রেটিক কনভেনশনে নিউইয়র্ক থেকে নির্বাচিত একমাত্র বাংলাদেশী ডেলিগেট হিসেবে যোগদান করছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মঞ্জুর চৌধুরী জগলুল।
এই কনভেনশনেই সমাগত ডেলিগেটদের ভোটে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে। সেই সাথে তার রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বর্তমানে মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজকেও মনোনয়ন দেয়া হবে। এই কনভেনশনে যোগ দেবেন ডেমোক্রেটিক পার্টির ৩,৯৪৯ জন ডেলিগেট। কামালা হ্যারিসকে মনোনয়ন দিতে প্রয়োজন ১,৯৭৫ ভোট।
এই কনভেনশনে ডেমোক্রেটিক পার্টির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্টলেডি ও সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের পৌত্র জেসন কার্টার, বর্তমানে সেক্রেটারি অব ট্রান্সপোর্টেশন পিট বুটিজেজ প্রমুখ।
প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সমাপনী বক্তব্যের মাধ্যমে কনভেনশন শেষ হবে ২২ শে আগস্ট বৃহস্পতিবার। সূত্র: ইনকিলাব।