পাকিস্তানের পাশে থাকার ঘোষণা জো বাইডেনের
- প্রকাশের সময় : ১১:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ৩৩ বার পঠিত
আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে লেখা প্রথম চিঠিতে তিনি এই প্রত্যয় ঘোষণা করেন। শেহবাজ শরীফের সঙ্গে এটাই প্রথম কূটনৈতিক যোগাযোগ। দীর্ঘদিন পর এই দুই নেতার মধ্যে এই যোগাযোগ স্থাপিত হলো। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
উল্লেখ্য, ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সাইফার বা কূটনৈতিক বার্তার অভিযোগের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এরপর বাইডেন তার এই চিঠি লিখেছেন। তাতে ভবিষ্যত নিরাপত্তার সুস্থতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি লিখেছেন, আমাদের যুক্তরাষ্ট্র-পাকিস্তান গ্রিন এলায়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই কৃষি ভিত্তিক সমর্থন এবং পানি ব্যবস্থাপনা অব্যাহত রাখবো। ২০২২ সালের বন্যার বিপর্যয় থেকে পাকিস্তানকে পুনরুদ্ধাসে সহায়তা করবো। পাকিস্তানে মানবাধিকার রক্ষা এবং মানবাধিকারে অগ্রগতি সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, একসঙ্গে আমরা আমাদের জাতির মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলবো। জনগণের সঙ্গে জনগণকে আরো ঘনিষ্ঠ করে তুলবো।