নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাতির উদ্দেশ্যে ভাষণে জো বাইডেন : গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / ৫৭ বার পঠিত

প্রেসিডেন্ট বাইডেন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি।’ বাইডেন বলেন, ‘নতুন ও তরুণ কণ্ঠের জন্য একটি সময় ও একটি জায়গা আছে। এখনই সেই সময়।’ আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর প্রথম ভাষণে প্রেসিডেন্ট আরো বলেন, ‘এখানে রাজা শাসন করেন না। বরং জনগণ শাসন করেন।’ হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন- ‘আমি ওভাল অফিসটি শ্রদ্ধা করি, তবে আমি আমার দেশকে আরও বেশি ভালবাসি। সন্ধ্যা ৮টায় দেয়া তাঁর ভাষণটি ছিলো ১২ মিনিটের।

৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে আরো বলেন, জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি সর্বদা আপনার সাথে থাকব, আপনাকে সত্য বলব’। ভাষণে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্তের কথাও জানান। কমলা প্রসঙ্গে বাইডেন তার ভাষণে বলেন, ‘আমি আমাদের মহান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, তিনি কঠোর ও সক্ষম। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার। আমাদের দেশের একজন মহান নেতা।’ একজন প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারী মাস পর্যন্ত দায়িত্বের সাথে পালন করবেন বলেও প্রেসিডেন্ট তার ভাষণে উল্লেখ করেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জাতির উদ্দেশ্যে ভাষণে জো বাইডেন : গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রকাশের সময় : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

প্রেসিডেন্ট বাইডেন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি।’ বাইডেন বলেন, ‘নতুন ও তরুণ কণ্ঠের জন্য একটি সময় ও একটি জায়গা আছে। এখনই সেই সময়।’ আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর প্রথম ভাষণে প্রেসিডেন্ট আরো বলেন, ‘এখানে রাজা শাসন করেন না। বরং জনগণ শাসন করেন।’ হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন- ‘আমি ওভাল অফিসটি শ্রদ্ধা করি, তবে আমি আমার দেশকে আরও বেশি ভালবাসি। সন্ধ্যা ৮টায় দেয়া তাঁর ভাষণটি ছিলো ১২ মিনিটের।

৮১ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে আরো বলেন, জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি সর্বদা আপনার সাথে থাকব, আপনাকে সত্য বলব’। ভাষণে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্তের কথাও জানান। কমলা প্রসঙ্গে বাইডেন তার ভাষণে বলেন, ‘আমি আমাদের মহান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, তিনি কঠোর ও সক্ষম। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার। আমাদের দেশের একজন মহান নেতা।’ একজন প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারী মাস পর্যন্ত দায়িত্বের সাথে পালন করবেন বলেও প্রেসিডেন্ট তার ভাষণে উল্লেখ করেন।