বিজ্ঞাপন :
রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে জেফ বেজোসের ব্লু অরিজিন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:২৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ২৪২ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ধনকুবের জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন জানিয়েছে, শেষ মুহূর্তের কারিগরি কারণে বন্ধ হওয়া মিশন এক বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো রকেট উৎক্ষেপণ ও মহাকাশে ফেরার চেষ্টা করতে যাচ্ছে।
জেফ বেজোসের মহাকাশ সংস্থা ২০২২ সালের সেপ্টেম্বরে একটি ক্রুবিহীন দুর্ঘটনার পর থেকে কোনো রকেট উৎক্ষেপণ করেনি।
অবশেষে ১৮ ডিসেম্বর টেক্সাসের ভ্যান হর্নের কাছে তাদের ঘাঁটি থেকে রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ৯৮ মিটার (৩২০ ফুট) উচ্চতার এই রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে ৪৫ মেট্রিক টন পর্যন্ত পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। সূত্র : বিডিপ্রতিদিন
হককথা/নাছরিন


















