নিউইয়র্ক ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভোটারদের আস্থা হারাচ্ছেন বাইডেন?

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / ৩৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর নানামুখী সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। বাংলাদেশ সময় গত শুক্রবার নির্বাচনী বিতর্কে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেদিন ট্রাম্পের কাছে অনেকটাই ধরাশায়ী হয়েছেন বাইডেন। বিশেষ করে বাইডেনের বয়স নিয়ে সেদিন বেশ কয়েকবার আক্রমনাত্বক বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি বুঝাতে চেয়েছেন যেহেতু বাইডেনের বয়স বেশি তাই তিনিই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনকে কিছুটা অশ্বস্তিতে পড়তে দেখা গেছে। এরপর থেকেই বাইডেনের প্রার্থীতা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে রোববার প্রকাশিত এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অন্তত ৭২ শতাংশ ভোটার মনে করেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে মানসিকভাবে পুরোপুরিভাবে প্রস্তুত নন। এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।

এতে বলা হয়, জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সিবিএস নিউজ। আগামী নির্বাচনে লড়তে বাইডেন মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত কিনা এমন উদ্বেগের মধ্যে এই জরিপের খবর বাইডেনকে আরও উদ্বিগ্ন করে কিনা সেটাই এখন দেখার বিষয়।

জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ৪৫ শতাংম ডেমোক্র্যাট সমর্থক বিশ্বাস করেন, স্বাস্থ্যের উদ্বেগের জন্য বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে আসা উচিত।

অন্যদিকে ট্রাম্পের স্বাস্থ্য আগামী নির্বাচনে প্রার্থীতার জন্য উপযুক্ত কী না সে বিষয়ে জানতে চাওয়া হলে ৫০ শতাংশ ভোটার হ্যাঁ এবং ৪৯ শতাংশ না ভোটের মাধ্যমে তাদের মতামত জানিয়েছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় ওই প্রেসিডেন্সিয়াল বিতর্ক। অনুষ্ঠানটি সিএনএন টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। চলতি বছরের ৫ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রথম বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প এবং বাইডেন। সেখানে ট্রাম্পের কাছে অনেকটাই ধরাশায়ী হয়েছেন বাইডেন। আগে থেকেই বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে নানা উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা। তবে ওই দিনের বিতর্কের পর সেই উদ্বেগ আরও প্রকট হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষকরা এ বিষয়ে প্রতিদিনই কিছু না কিছু লিখছেন। এবং টেলিভিশনের টক-শোগুলোতেও বাইডেনের স্বাস্থ্য ইস্যুটি বেশভাবে আলোচিত হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে বাইডেন আগামী নির্বাচনে তার প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন। তবে যদি তিনি সরে যান তাহলে তার স্থলাভিষিক্ত হতে পারেন ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। সূত্র: মানবজমিন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভোটারদের আস্থা হারাচ্ছেন বাইডেন?

প্রকাশের সময় : ০৬:৩৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর নানামুখী সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। বাংলাদেশ সময় গত শুক্রবার নির্বাচনী বিতর্কে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেদিন ট্রাম্পের কাছে অনেকটাই ধরাশায়ী হয়েছেন বাইডেন। বিশেষ করে বাইডেনের বয়স নিয়ে সেদিন বেশ কয়েকবার আক্রমনাত্বক বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি বুঝাতে চেয়েছেন যেহেতু বাইডেনের বয়স বেশি তাই তিনিই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনকে কিছুটা অশ্বস্তিতে পড়তে দেখা গেছে। এরপর থেকেই বাইডেনের প্রার্থীতা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে রোববার প্রকাশিত এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অন্তত ৭২ শতাংশ ভোটার মনে করেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে মানসিকভাবে পুরোপুরিভাবে প্রস্তুত নন। এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু।

এতে বলা হয়, জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সিবিএস নিউজ। আগামী নির্বাচনে লড়তে বাইডেন মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত কিনা এমন উদ্বেগের মধ্যে এই জরিপের খবর বাইডেনকে আরও উদ্বিগ্ন করে কিনা সেটাই এখন দেখার বিষয়।

জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ৪৫ শতাংম ডেমোক্র্যাট সমর্থক বিশ্বাস করেন, স্বাস্থ্যের উদ্বেগের জন্য বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে আসা উচিত।

অন্যদিকে ট্রাম্পের স্বাস্থ্য আগামী নির্বাচনে প্রার্থীতার জন্য উপযুক্ত কী না সে বিষয়ে জানতে চাওয়া হলে ৫০ শতাংশ ভোটার হ্যাঁ এবং ৪৯ শতাংশ না ভোটের মাধ্যমে তাদের মতামত জানিয়েছে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় ওই প্রেসিডেন্সিয়াল বিতর্ক। অনুষ্ঠানটি সিএনএন টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। চলতি বছরের ৫ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে প্রথম বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প এবং বাইডেন। সেখানে ট্রাম্পের কাছে অনেকটাই ধরাশায়ী হয়েছেন বাইডেন। আগে থেকেই বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে নানা উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থা। তবে ওই দিনের বিতর্কের পর সেই উদ্বেগ আরও প্রকট হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষকরা এ বিষয়ে প্রতিদিনই কিছু না কিছু লিখছেন। এবং টেলিভিশনের টক-শোগুলোতেও বাইডেনের স্বাস্থ্য ইস্যুটি বেশভাবে আলোচিত হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে বাইডেন আগামী নির্বাচনে তার প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন। তবে যদি তিনি সরে যান তাহলে তার স্থলাভিষিক্ত হতে পারেন ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। সূত্র: মানবজমিন।