নিউইয়র্ক ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে ভারত: নিকি হ্যালি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সহযোগী হতে চায় ভারত। কিন্তু এখন আমেরিকানদের নেতৃত্বকেই ভরসা করে না নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করা হয়। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বুদ্ধির খেলা খেলে ভারত এখন রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতকে এভাবে কটাক্ষ করেছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান রাজনীতিবিদ নিকি হ্যালি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। কয়েক দশক ধরে মস্কোর থেকে অস্ত্র কিনছে দিল্লি। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ভারতেই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। এমন অবস্থায় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা নিকি হ্যালি। খবর পিটিআই এর

রিপাবলিকান নেত্রী বলেন, ‘আমি ভারতের সঙ্গে কথা বলেছি। আমার কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। ভারত আমাদের অংশীদার হতে চায়। কিন্তু এখন আমাদেরকে ওরা দুর্বল মনে করে। আমাদের নেতৃত্বকে ভরসা করে না। এখন বিশ্বের যা পরিস্থিতি তাতে ভারত খুব বুদ্ধি করে খেলছে। ওরা এখন রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠেছে। কারণ রাশিয়ার থেকে ভারত প্রচুর সামরিক সরঞ্জাম পাচ্ছে।’

নিকি হ্যালির মতে, যুক্তরাষ্ট্র যখন তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আবার নেতৃত্ব দেওয়া শুরু করবে, তখন তাদের বন্ধু রাষ্ট্রগুলো যেমন—ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সবাই শক্ত অবস্থানে ফিরবে। নিকি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এখন উচিত নিজেদের জোট গঠন করা।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদের দৌড়ে রয়েছেন নিকি। সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তিনি। যদিও এখন পর্যন্ত ট্রাম্পের থেকে অনেক পিছিয়ে রয়েছেন তিনি। সর্বশেষ নেভেদা অঙ্গরাজ্যেও প্রাইমারি নির্বাচনেও হেরে গেছেন তিনি। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার পরও নেভাদার ভোটাররা তাকে প্রার্থী বানাতে রাজি হননি। সূত্র : ঢাকা মেইল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে ভারত: নিকি হ্যালি

প্রকাশের সময় : ০৪:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের সহযোগী হতে চায় ভারত। কিন্তু এখন আমেরিকানদের নেতৃত্বকেই ভরসা করে না নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করা হয়। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বুদ্ধির খেলা খেলে ভারত এখন রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতকে এভাবে কটাক্ষ করেছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান রাজনীতিবিদ নিকি হ্যালি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। কয়েক দশক ধরে মস্কোর থেকে অস্ত্র কিনছে দিল্লি। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ভারতেই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। এমন অবস্থায় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা নিকি হ্যালি। খবর পিটিআই এর

রিপাবলিকান নেত্রী বলেন, ‘আমি ভারতের সঙ্গে কথা বলেছি। আমার কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। ভারত আমাদের অংশীদার হতে চায়। কিন্তু এখন আমাদেরকে ওরা দুর্বল মনে করে। আমাদের নেতৃত্বকে ভরসা করে না। এখন বিশ্বের যা পরিস্থিতি তাতে ভারত খুব বুদ্ধি করে খেলছে। ওরা এখন রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠেছে। কারণ রাশিয়ার থেকে ভারত প্রচুর সামরিক সরঞ্জাম পাচ্ছে।’

নিকি হ্যালির মতে, যুক্তরাষ্ট্র যখন তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আবার নেতৃত্ব দেওয়া শুরু করবে, তখন তাদের বন্ধু রাষ্ট্রগুলো যেমন—ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সবাই শক্ত অবস্থানে ফিরবে। নিকি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এখন উচিত নিজেদের জোট গঠন করা।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদের দৌড়ে রয়েছেন নিকি। সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তিনি। যদিও এখন পর্যন্ত ট্রাম্পের থেকে অনেক পিছিয়ে রয়েছেন তিনি। সর্বশেষ নেভেদা অঙ্গরাজ্যেও প্রাইমারি নির্বাচনেও হেরে গেছেন তিনি। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার পরও নেভাদার ভোটাররা তাকে প্রার্থী বানাতে রাজি হননি। সূত্র : ঢাকা মেইল।