টেক্সাসে ছড়িয়ে পড়েছে দাবানল, নিহত ১
- প্রকাশের সময় : ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের উত্তরাঞ্চলে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। বুধবার (ফেব্রুয়ারি ২৮) পর্যন্ত দাবানলে অন্তত একজন নিহত হয়েছেন। খবর এএফপি’র।
টেক্সাসের উত্তরে একটি বিস্তৃত সমতল এলাকায় অনেকগুলো দাবানল একসাথে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর মাঝে একটি – স্মোকহাউজ ক্রিক দাবানল – ইতিমধ্যেই সাড়ে আট লাখ একর এলাকা পুড়িয়ে ফেলেছে। স্টিনেট নামের একটি ছোট শহরে এই দাবানলে দগ্ধ হয় মারা গেছেন ৮৩ বছর বয়সী এক নারী। ওই শহরে অন্তত ২০টি কাঠামো ভস্মীভূত হয়েছে।
প্রতি সেকেন্ডে দুইটি ফুটবল মাঠের সমান এলাকা পুড়িয়ে চলেছে এই দাবানল, সংবাদ মাধ্যম সিএনএন এর আবহাওয়াবিদ চ্যাড মায়ার্স জানান। টেক্সাসের ওই সমতল এলাকায় সক্রিয় মোট পাঁচটি দাবানল একত্রে প্রায় দশ লাখ একর জায়গা পুড়িয়েছে। বুধবার রাত্রের মাঝে আরও ১৪টি দাবানল নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে টেক্সাসের ফায়ার সার্ভিস।
এই আগুনে বেশকিছু শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। কিছু শহরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এমনকি একটি পারমাণবিক অস্ত্র কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
হককথা/নাছরিন