ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনা পণ্যে ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন
- প্রকাশের সময় : ০৮:০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৬ বার পঠিত
হককথা ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নভেম্বরে নির্বাচিত হলে চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন এবং তা ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ফক্স নিউজের অনুষ্ঠান ‘সানডে মর্নিং ফিউচার’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের এটি করতে হবে।’
এর আগে ট্রাম্প ২০১৮ সালের জুনে প্রেসিডেন্ট থাকাকালীন ৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।
বেইজিংও তার নিজস্ব পণ্যে শুল্ক আরোপ করেছিল। ২০২০ সালে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছনোর আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত ছিল। পরে বাইডেন প্রশাসন ট্রাম্প আমলের শুল্ক বহাল রাখে। নির্বাচিত হলে তিনি চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন―এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, আমি বলব হয়তো এর চেয়ে বেশি হবে।
আগামী ৫ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দলের মনোনয়নের জন্য ট্রাম্পই এগিয়ে আছেন। সূত্র : রয়টার্স
হককথা/নাছরিন