নির্বাচিত হলে ইসরাইলকে গাজায় যুদ্ধ বন্ধ এবং বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে বলবেন ট্রাম্প
- প্রকাশের সময় : ০২:৪০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৪৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আগামী ৫ই নভেম্বরের নির্বাচনে আবার নির্বাচিত হন তাহলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলবেন- হামাসের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে। এর মধ্য দিয়ে তিনি হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ নিয়ে এ মাসে দ্বিতীয়বার অসন্তোষ প্রকাশ করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, নেতানিয়াহুর প্রতি তার বার্তা কি? জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি এই যুদ্ধ শেষ করতে হবে। দ্রুত তা শেষ করতে হবে। বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে হবে। ট্রাম্প আরও প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, যদি নভেম্বরে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে নতুন মেয়াদে শপথ নেয়ার আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ করে দেবেন। মধ্যপ্রাচ্যেও শান্তি আনবেন। এ সময় তিনি তার সময়ের আব্রাহাম চুক্তির সফলতার কথা তুলে ধরেন। এই চুক্তির অধীনে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।
এর আগে ৫ই মার্চ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইসরাইলে ৭ই অক্টোবর হামাস হামলা বা জবাবে ইসরাইলের পাল্টা হামলার ঘটনার মতো কখনো ঘটতো না। ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধের মামলা চলছে। সেই মামলার বিষয়ে ট্রাম্প বলেন, এই সমস্যাকে অবশ্যই সমাধান করতে হবে ইসরাইলকে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
হককথা/নাছরিন