নিউইয়র্ক ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের অনুমোদন দিল প্রতিনিধি পরিষদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ২০৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ভোটে পেয়ে এই তদন্ত অনুমোদিত হয়েছে। খবর রয়টার্সের।

মূলত প্রেসিডেন্ট জো বাইডেন তার ৫৩ বছর বয়সী ছেলে হান্টার বাইডেনের বৈদশিক ব্যবসা থেকে অন্যায়ভাবে কোনো সুবিধা নিয়েছেন কি না, তা তদন্ত করে দেখবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে ডেমোক্র্যাট এই নেতার বিরুদ্ধ এখন পর্যন্ত কোনো অন্যায়ের প্রমাণ খুঁজে পায়নি রিপাবলিকানরা। বাইডেনের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।

অবশ্য প্রতিনিধি পরিষদের এই তদন্ত নিয়ে বাইডেনের মাথাব্যথার তেমন কারণ নেই। প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে খালাস পেয়ে যাবেন, এটা প্রায় নিশ্চিত। কেননা অভিশংসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাবটি পাস হতে হয়। আর এই সিনেটের নিয়ন্ত্রণ (৫১-৪৯) রয়েছে ডেমোক্র্যাটদের হাতে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত মোট তিন জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন। অ্যান্ড্রু জনসন (১৮৬৮ সাল) ও বিল ক্লিনটন (১৯৯৮ সাল) ও ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে শুধু ট্রাম্প দুবার অভিশংসিত হয়েছেন (২০১৯ ও ২০২১ সাল)। তবে তাদের তিন জনের কেউ সিনেটে দোষী সাব্যস্ত হননি। সূত্র : কালবেলা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের অনুমোদন দিল প্রতিনিধি পরিষদ

প্রকাশের সময় : ০১:১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে চলমান অভিশংসন তদন্তকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২২১-২১২ ভোটে পেয়ে এই তদন্ত অনুমোদিত হয়েছে। খবর রয়টার্সের।

মূলত প্রেসিডেন্ট জো বাইডেন তার ৫৩ বছর বয়সী ছেলে হান্টার বাইডেনের বৈদশিক ব্যবসা থেকে অন্যায়ভাবে কোনো সুবিধা নিয়েছেন কি না, তা তদন্ত করে দেখবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে ডেমোক্র্যাট এই নেতার বিরুদ্ধ এখন পর্যন্ত কোনো অন্যায়ের প্রমাণ খুঁজে পায়নি রিপাবলিকানরা। বাইডেনের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।

অবশ্য প্রতিনিধি পরিষদের এই তদন্ত নিয়ে বাইডেনের মাথাব্যথার তেমন কারণ নেই। প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে খালাস পেয়ে যাবেন, এটা প্রায় নিশ্চিত। কেননা অভিশংসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাবটি পাস হতে হয়। আর এই সিনেটের নিয়ন্ত্রণ (৫১-৪৯) রয়েছে ডেমোক্র্যাটদের হাতে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত মোট তিন জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন। অ্যান্ড্রু জনসন (১৮৬৮ সাল) ও বিল ক্লিনটন (১৯৯৮ সাল) ও ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে শুধু ট্রাম্প দুবার অভিশংসিত হয়েছেন (২০১৯ ও ২০২১ সাল)। তবে তাদের তিন জনের কেউ সিনেটে দোষী সাব্যস্ত হননি। সূত্র : কালবেলা।