নিউইয়র্ক ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শরণার্থীদের হাতে হাতকড়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব ব্রাজিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৭৩ বার পঠিত

ব্রাজিলের শরণার্থীবোঝাই একটি বিমান গত শনিবার যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। বিমানটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকর্মী এবং আটজন বিমানকর্মী ছিলেন। অভিযোগ, ওই বিমানে সমস্ত শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো।

এই বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।

ব্রাজিলের সঙ্গে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও একটি বিমানে ব্রাজিলের শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছিল । তবে এবার যেভাবে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল। ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবিরও এই ঘটনার কড়া সমালোচনা করেছে।

তাদের বক্তব্য, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই বিষয়টি মাথায় রাখা উচিত। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শরণার্থীদের হাতে হাতকড়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব ব্রাজিল

প্রকাশের সময় : ০৫:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ব্রাজিলের শরণার্থীবোঝাই একটি বিমান গত শনিবার যুক্তরাষ্ট্র থেকে রওনা দেয়। বিমানটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকর্মী এবং আটজন বিমানকর্মী ছিলেন। অভিযোগ, ওই বিমানে সমস্ত শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো।

এই বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।

ব্রাজিলের সঙ্গে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও একটি বিমানে ব্রাজিলের শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছিল । তবে এবার যেভাবে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল। ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবিরও এই ঘটনার কড়া সমালোচনা করেছে।

তাদের বক্তব্য, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই বিষয়টি মাথায় রাখা উচিত। সূত্র : দৈনিক ইত্তেফাক।